Home /News /entertainment /
হলের বদলে এবার বিদ্যা বালনের ছবিও মুক্তি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে!

হলের বদলে এবার বিদ্যা বালনের ছবিও মুক্তি পাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে!

Vidya Balan's Shakuntala Devi to be released on Amazon Prime Video

Vidya Balan's Shakuntala Devi to be released on Amazon Prime Video

তাহলে কি এবার এই পথেই হাঁটতে চলেছে বলিউড? অমিতাভ বচ্চনের ছবির পর বিদ্যার ছবি অনলাইনে মুক্তি সেই প্রশ্নই তুলে দিল৷

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: লকডাউনে নতুন ধারা বলিউডে! সুজিত সরকার পরিচালিত ও অমিতাভ বচ্চন, আয়ুষ্মান খুরানা অভিনীত গুলাবো সিতাবো অনলাইনে মুক্তি পাওয়ার খবর সকলেরই জানা৷ এবার একই পথে হাঁটতে চলেছে বিদ্যা বালন অভিনীত ছবি ‘শকুন্তলা দেবী’ ৷ ছবিটি পরিচালনা করেছেন অনু মেনন৷ শকুন্তলা দেবী ছবিটি মুক্তি পাচ্ছে অ্যামাজন প্রাইম প্ল্যাটফর্মে৷ এই ঘোষণা হয়েছে ইতিমধ্যেই ৷ তাহলে কি বলিউডে ওয়েব প্ল্যাটফর্মে ছবি মুক্তি পাওয়ার এই নতুন ধারা তৈরি হয়ে গেল? এই প্রশ্নই উঠছে ৷

লকডাউনে হল বন্ধ৷ কবে খুলবে এবং কবে আবার সিনেমাপ্রেমীরা ছবি দেখতে হলে ভিড় করবেন, সেই আশাও ক্ষীণ৷ তাই এই পথই এখন বেছে নিচ্ছেন পরিচালক, প্রযোজকরা৷ নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, ভুট, হটস্টারের মত অনলাইন প্ল্যাটফর্মগুলি খুবই জনপ্রিয়৷ লকডাউনে সময় কাটাতে অনেকেই এই ওটিটি প্ল্যাটফর্মে মন দিয়েছেন৷ তাই পাল্লা দিয়ে এই সব ডিজিটাল প্ল্যাটফর্মকেও বাড়াতে হচ্ছে নিজেদের কনটেন্ট৷ অর্থাৎ দর্শকদের মন ভরাতে এরাও নিজেদের টার্গেট বানাচ্ছেন৷ মুক্তি পাচ্ছে একের পর এক আর্কষণীয় সিরিজ বা সিনেমা৷ এবার বলিউডও সরাসরি অনলাইন প্ল্যাটফর্মের দিকে নজর দিচ্ছে৷ অন্তত গুলাবো সিতাবো এবং শকুন্তলা দেবী ছবি দুটির মুক্তি সেই ইঙ্গিতই দিচ্ছে ৷

শকুন্তলা দেবী ছবিতে বিদ্যা বালন ছাড়াও অভিনয় করেছেন সান্যা মালহোত্রা, অমিত সাধ, যীশু সেনগুপ্ত ৷ ভারতের প্রথম মহিলা গণিতবিদের ওপর বেস করে তৈরি হয়েছে এই সিনেমা ৷ শকুন্তলাদেবীর ভূমিকায় থাকছেন বিদ্যা বালন ৷

Published by:Pooja Basu
First published:

Tags: Bollywood, Lockdown, Vidya Balan