• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • 'বডি পে কিউ লোক দে তানে' র‍্যাপ গাইলেন বিদ্যা, দেখুন ভিডিও

'বডি পে কিউ লোক দে তানে' র‍্যাপ গাইলেন বিদ্যা, দেখুন ভিডিও

photo source collected

photo source collected

 • Share this:

  #মুম্বই:  'আপনা টাইম আয়েগা'- রণবীর সিংয়ের এই র‍্যাপ এখন সবার মুখে মুখে। 'গালি বয়' যত না হিট হয়েছে তার থেকেও বেশি হিট হয়েছে এই র‍্যাপ। এই র‍্যাপটা লিখেছিলেন ডিভিন ও অঙ্কুর তিওয়ারি। সে যাই হোক, এই র‍্যাপ এখন সবার মুখে মুখে। এবার এই স্রোতে গা ভাসালেন বিদ্যা বালন। তিনিও রণবীরের স্টাইলে র‍্যাপ করলেন।

  তবে কোনও সিনেমার জন্য নয়। বিগএফএম-এর নতুন শো 'ধুন বদলকে তো দেখো'-র জন্য। তিনি গাইলেন, -'দিমাক কা যো বন্দ লক আরে উসকো কিউ না খোলতে, বডি পে কিউ লোক দে তানে, অ্যাডপশনপে কিউ দিল না মানে, ধুন বদলনে আয়ে হ্যায়, ধুন বদলকে যায়েঙ্গে।' এই র‍্যাপ শেষ করে বিদ্যা শুনতে চাইলেন নিজের গান। তারপর বললেন,'আরে আমার র‍্যাপ তো ফাটাফাটি হয়েছে।' চিৎকার করে উঠলেন বিদ্যা। আর এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বিদ্যা। সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল।---

  First published: