Home /News /entertainment /
বিদায় শাম্মি

বিদায় শাম্মি

চলে গেলেন ' দেখ ভাই দেখ', 'জবান শমহাল কে', 'শ্রীমান শ্রীমতী'-র জনপ্রিয় শাম্মি আন্টি।

 • Share this:

  #মুম্বই: চলে গেলেন ' দেখ ভাই দেখ', 'জবান সমহাল কে', 'শ্রীমান শ্রীমতী'-র জনপ্রিয় শাম্মি আন্টি। তাঁর অনবদ্য কমিক টাইমিং হাসিতে ভরিয়ে রাখত ড্রয়িংরুম, তাঁর তুখড় অভিনয়ে মুগ্ধ হত হাজারো দর্শক। বেশ অনেকদিন থেকেই অসুস্থ ছিলেন শাম্মি। অবশেষে, আজ ৮৯ বছর বয়সে চিরবিদায় নিলেন অভিনেত্রী। তাঁর প্রয়ানে গভীর শোকাহত অমিতাভ বচ্চন আজ সকালে টুইট করেন--

  ami

  টুইটারে শাম্মির অল্প বয়সের বেশ কিছু ছবিও পোস্ট করেন বচ্চন। তারমধ্যে একটি ছবি অভিনেত্রী নার্গিস-এর সঙ্গে। শাম্মি আন্টির অফস্ক্রিন নামও ছিল নার্গিস-- জানান অমিতাভ।

  ২০১৩ সালে শেষ ক্যামেরার সামনে আসেন শাম্মি। বোমান ইরানি ও ফারাহ খান অভিনীত 'সিড়ি ফরহাদ কি তো নিকল পরি'- তে। শোকাহত ফারহাও। টুইট করেন--

  আজই শেষকৃত্ত সম্পন্ন হয় শাম্মির। উপস্থিত ছিলেন ফরিদা জালাল, আশা পারেখ, অন্নু কাপুর, প্রয়াত নার্গিস দত্তর মেয়ে প্রিয়া দত্ত, সুশান্ত সিং, বোমান ইরানি, ফারাহ খান সহ বলিউডের আরও বহু তারকা। সিরিয়াল ছাড়াও 'কুলি নাম্বার ওয়ান', 'মলহার', 'সঙ্গদিল', 'যব যব ফুল খিলে'র মতো জনপ্রিয় ছবিতেও অভিনয় করেছেন শাম্মি।

  First published:

  Tags: Bollywood, Passed Away, Pay last tribute, Veteran Actress Shammi, Veteran-actress-shammi-passed-away

  পরবর্তী খবর