#মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও গায়িকা সালমা আগার মেয়ে জারা খানকে অশ্লীল মেসেজ পাঠিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে ৷ এই প্রেক্ষিতেই জারা খান মুম্বইয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ৷ জারা ইনস্টাগ্রামে জানিয়েছেন তাঁকে অশ্লীল মেসেজ করা হচ্ছে দেওয়া হচ্ছে ধমকিও ৷ এই নিয়েই তিনি অভিযোগ দায়ের করেছেন ৷
View this post on Instagram
জারা খান তাঁর অভিযোগে জানিয়েছেন গত ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অচেনা ও অজানা ব্যক্তিরা ইনস্টাগ্রামে তাঁকে হুমকি দিয়েছেন, একজন একই সঙ্গে ফেক প্রোফাইল খুলে সেখান থেকেই আপত্তিজনক মন্তব্য করেছেন ৷ গত ৬ নভেম্বর এক মহিলার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন ধর্ষণের অভিযোগ করা হয়েছে ৷ জারা এও জানিয়েছেন অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নেমেছে ৷
সূত্রের খবর তদন্তকারী আধিকারিকেরা ঘটনাটি সাইবার সেলের দৃষ্টিতে আনা হয়েছে ৷ এরপরেই মূল অভিযুক্তকারীর হদিশ পাওয়া গিয়েছে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Salma Aga