Home /News /entertainment /
প্রয়াত শ্রীদেবী, দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

প্রয়াত শ্রীদেবী, দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

Image: Sridevi in a still from English Vinglish. Youtube/Eros Now

Image: Sridevi in a still from English Vinglish. Youtube/Eros Now

প্রয়াত শ্রীদেবী, দুবাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

 • Share this:

  #মুম্বই: চাঁদহীন রাতে রূপ কি রানি নিলেন বিদায়  শনিবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন বলিউডের প্রথম ফিমেল সুপারস্টার শ্রীদেবী । দুবাইয়ে  আত্মীয় অভিনেতা মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন শ্রীদেবী। সেখানেই  মাত্র চুয়ান্ন বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে দুবাইয়ে অকাল প্রয়াণ বলিউড অভিনেত্রী শ্রীদেবীর। শোকের ছায়া বলিউডে ৷

  চাঁদের দেশে চলে গেলেন চাঁদনী ৷ প্রয়াত বলিউডের হাওয়া হাওয়াই গার্ল শ্রীদেবী ৷ এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে দুবাই গিয়েছিলেন শ্রীদেবী। সঙ্গে ছিলেন স্বামী বনি কাপুর ও তাঁর ছোট মেয়ে খুশি। গতকাল রাত এগারোটা থেকে সাড়ে এগারোটার নাগাদ হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপর চিকিৎসক এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷

  ১৯৬৭ তে চার বছর বয়সে শিশু শিল্পী হিসেবে তামিল ছবি থুনাইয়াভানে প্রথম অভিনয়। বলিউডে অভিনেত্রী হিসেবে ১৯৭৯ ষোলবা সাভন ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ। হিম্মতওলায়া জিতেন্দ্র সঙ্গে অভিনয় করে তাক লাগিয়ে দেন শ্রীদেবী ৷ এরপর একের পর এক ব্লকবাস্টার সিনেমার স্টার তিনি ৷ মিস্টার ইন্ডিয়া, সাদমা, নাগিন, চাঁদনিসহ একাধিক ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন তিনি।

  মাঝে কিছুটা সময় বড় পর্দা থেকে দূরে থাকলেও, ফের ১৫ বছর পর ২০১২ সালে ইংলিশ ভিংলিশে মুখ্য চরিত্রে অভিনয় করে ফিরে আসেন বড় পর্দায়। ২০১৭ মুক্তি পাওয়া মম ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। শাহরুখ খানের আগামী ছবি জিরো-তেও তাঁকে অভিনয় করেতে দেখা যাবে। সিনেমায় তাঁর অবদানের জন্য পেয়েছেন পদ্মশ্রীসহ একাধিক সম্মান।

  First published:

  Tags: Bollywood, Bonney Kapoor, Cardiac arrest, Sridevi, Sridevi Passes Away, Veteran Actor Sridevi Passes Away

  পরবর্তী খবর