#মুম্বই: একের পর এক নক্ষত্র পতন সিনেমা জগতে সারা বছর ধরে চলছেই ৷ ২০২০ সালে বলিউডের বহু অভিনেতা প্রয়াত হয়েছেন ৷ তেমন মরাঠি চলচ্চিত্রের জগতে শোকের ছায়া নেমেছে এক জনপ্রিয় অবিনেতার প্রয়াণে ৷ মরাঠি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা রবি পটবর্ধন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন ৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর ৷ মিডিয়া সূত্রের খবর বেশ কিছুদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন ৷
এরপরেই তাঁকে হাসপতালে ভর্তি করা হয়েছে ৷ তিনি একাধিক মরাঠি নাটক ও ছবিতে অভিনয় করেছেন ৷ সম্প্রতি 'আগ বাই সাসু বাই' সিরিজে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন তিনি ৷ রবি পটবর্ধন বেশ কিছু নাটক-সহ ২০০টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন ৷ ১৯৯৭ সালের ছবি যশবন্তে দারুণ অভিনয়ের জন্য নিজের এক আলাদা পরিচয় তৈরি করেছিলেন ৷
রবি পটবর্ধনের জন্ম হয়েছিল ১৯৩৭ সালের ৬ সেপ্টেম্বরে ৷ শিশু শিল্পী হিসাবেই তিনি অভিনয়ের জগতে পা রেখেচেন ৷ মাত্র ৬ বছর বয়সে নাট্যোৎসবে অভিনয় করেছিলেন ৷ শেষবারের মত রবি একটি মরাঠি ধারাবাহিকে অভিনয় করেছিলেন ৷