#মুম্বই: সারা দেশ ঘরে বন্দি । করোনা মোকাবিলায় সরকারের সিদ্ধান্ত মেনে ঘরে থাকতে বাধ্য হচ্ছেন সকলে। এই তালিকা থেকে বাদ নেই সেলেবরাও। তবে লকডাউনে থেকে তাঁরা সকলেই করছেন নানা কিছু। কেউ জিম করছেন, কেউ ঘরের কাজ করছেন। কিন্তু এভাবে কতদিন নিজেদের মেজাজ ঠিক রাখতে পারবেন তারকারা? ঘরে বন্দি থেকে এবার মেজাজ হারালেন বলিউডের তারকা বরুণ ধাওয়ান।
বরুণ আজ তাঁর ইনস্টাতে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে তিনি করোনা নিয়ে বলতে শুরু করলেন। তবে, "করোনা কি" র পর শোনা গেল শুধু বিপ বিপ আওয়াজ। মেজাজ হারিয়ে গালাগাল দিলেন তিনি। এই ভিডিও দেখে তাঁর ফ্যানেরা যদিও তাঁকে মাথা ঠাণ্ডা রাখতেই সাজেশন দিয়েছে। বরুণ এই ভিডিও শেয়ার করে লেখেন, "ব্যাড ওয়ার্ডস, গুড ভাইবস"।
View this post on Instagram
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Varun Dhawan