#মুম্বই: ২১ দিনের লকডাউনে বাড়িতেই রয়েছেন শিল্পা শেঠি। করোনা ভাইরাসের মোকাবিলা করতেই সকলকে হতে হয়েছে গৃহবন্দি। ছেলে মেয়ে ও স্বামীর সঙ্গে সুখেই দিন কাটছে তাঁর। তাই শিল্পা কখনও করছেন বাগান পরিস্কার আবার কখনও ছেলের সঙ্গে সময় কাটাচ্ছেন।
এবার তিনি ছেলের সঙ্গে সময় কাটাতে গিয়ে নতুন খেলা খেললেন। শিল্পা খাটে শুয়ে তাঁর ছেলেকে বললেন পা টিপে দিতে। বললেন তোমায় আমি একটা জিনিস দেব। তবে টাকা নয় আমরা বাটার এক্সচেঞ্জ করবো। সেটা কি জানতে চাওয়ায় ছেলেকে বললেন, জিনিসের বদলে টাকা নয় জিনিস দেব। তোমায় কেক দেব। এর পর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শিল্পা লেখেন, "বাড়িতে বাচ্চা থাকার থেকে আনন্দের কিছু হতে পারে না। ওদের সঙ্গে সময় কাটাতে এবং কথা বলার থেকে ভাল বোধহয় কিছু নেই। এই ভিডিওতে দেখুন কি মিষ্টি কথা চলছে।" এই ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Lockdown, Shilpa Shetty Kundra, Viral Video