Home /News /entertainment /
‘মেডিটেশন ফোটোগ্রাফির ওয়ার্কশপ করব ভাবছি’, মোদিকে খোঁচা দিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইঙ্কল

‘মেডিটেশন ফোটোগ্রাফির ওয়ার্কশপ করব ভাবছি’, মোদিকে খোঁচা দিয়ে ছবি পোস্ট করলেন ট্যুইঙ্কল

এবার মোদিকে অভিনব উপায় খোঁচা দিলেন অভিনেত্রী ও জনপ্রিয় লেখিকা ট্যুইঙ্কল খান্না ৷

  • Share this:

    #মুম্বই: গত পড়শু থেকে কেদারনাথ-বদ্রীনাথ সফর করছেন প্রধানমন্ত্রী ৷ কেদারনাথের মন্দির দর্শন, তারপর মন্দিরের পিছনের গুহায় টানা ১৮ ঘণ্টা ধ্যান...সবটাই দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায় ৷ সোশ্যাল মিডিয়াতেও ছেয়ে গিয়েছে মোদির সেই ছবি ও ভিডিও ৷ মোদি নিজেই ধ্যানমগ্ন সেই ছবি পোস্ট করেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে ৷ সোশ্যাল মিডিয়ায় মোদির সেই ছবি নিয়ে মিম-ও বেড়িয়েছে প্রচুর ৷ ট্রোলিংয়ের শিকার হয়েছেন খোদ প্রধানমন্ত্রী ৷ এবার মোদিকে অভিনব উপায় খোঁচা দিলেন অভিনেত্রী ও জনপ্রিয় লেখিকা ট্যুইঙ্কল খান্না ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার ঘরণী ৷ সেখানে দেখা যাচ্ছে গেরুয়া রংয়ের একটি জন্তুর সামনে বসে ধ্যান করছেন তিনি ৷ ছবির ক্যাপশনটিও বেশ ব্যঙ্কাত্মক ৷ ‘‘গত কয়েকদিন ধরে ধ্যানমগ্ন নানারকম ছবি দেখে আমিও ‘মেডিটেশন ফোটোগ্রাফি পোজেস অ্যান্ড অ্যাঙ্গেল’-এর ওয়ার্কশপ করাব ভাবছি ৷ আমা

    First published:

    Tags: Narendra Modi, Troll, Twinkle Khanna

    পরবর্তী খবর