#মুম্বই: গত পড়শু থেকে কেদারনাথ-বদ্রীনাথ সফর করছেন প্রধানমন্ত্রী ৷ কেদারনাথের মন্দির দর্শন, তারপর মন্দিরের পিছনের গুহায় টানা ১৮ ঘণ্টা ধ্যান...সবটাই দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায় ৷ সোশ্যাল মিডিয়াতেও ছেয়ে গিয়েছে মোদির সেই ছবি ও ভিডিও ৷ মোদি নিজেই ধ্যানমগ্ন সেই ছবি পোস্ট করেছেন নিজের ট্যুইটার হ্যান্ডেলে ৷ সোশ্যাল মিডিয়ায় মোদির সেই ছবি নিয়ে মিম-ও বেড়িয়েছে প্রচুর ৷ ট্রোলিংয়ের শিকার হয়েছেন খোদ প্রধানমন্ত্রী ৷ এবার মোদিকে অভিনব উপায় খোঁচা দিলেন অভিনেত্রী ও জনপ্রিয় লেখিকা ট্যুইঙ্কল খান্না ৷ সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার ঘরণী ৷ সেখানে দেখা যাচ্ছে গেরুয়া রংয়ের একটি জন্তুর সামনে বসে ধ্যান করছেন তিনি ৷ ছবির ক্যাপশনটিও বেশ ব্যঙ্কাত্মক ৷ ‘‘গত কয়েকদিন ধরে ধ্যানমগ্ন নানারকম ছবি দেখে আমিও ‘মেডিটেশন ফোটোগ্রাফি পোজেস অ্যান্ড অ্যাঙ্গেল’-এর ওয়ার্কশপ করাব ভাবছি ৷ আমা
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Narendra Modi, Troll, Twinkle Khanna