• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • প্লেট থেকে খাবার চুরি ! তাও আবার টুইঙ্কল খান্নার ! ছবি শেয়ার করে অভিযোগ অভিনেত্রীর !

প্লেট থেকে খাবার চুরি ! তাও আবার টুইঙ্কল খান্নার ! ছবি শেয়ার করে অভিযোগ অভিনেত্রীর !

photo source collected

photo source collected

একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, অভিনয় তাঁকে সেভাবে কখনই টানেনি। লেখালেখি নিয়েই ব্যস্ত তিনি।

 • Share this:

  #মুম্বই: টুইঙ্কল খান্না। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। অজয় দেবগন, অক্ষয়কুমার, শাহরুখ খান, সলমন খানের মতো অভিনেতাদের সঙ্গে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। ৯০-এর দশকে টুইঙ্কলকে দেখে মুগ্ধ হয়েছিল দর্শক। আর হবেই না বা কেন ! তিনি রাজেশ খান্না ও ডিম্পলের মেয়ে যে ! বাবা ও মা দু'জনেই নিজেদের অভিনয় দক্ষতায় পৌঁছে ছিলেন জনপ্রিয়তার শীর্ষে।

  বলিউডের সুপারস্টার অক্ষয়কুমারকে বিয়ে করে সংসার শুরু করেন তিনি। ভালবাসার বিয়ে। তাঁদের রয়েছে দুই সন্তানও। তবে টুইঙ্কল অভিনয় ছেড়েছেন অনেক দিন। একটি ইন্টারভিউতে তিনি জানিয়েছিলেন, অভিনয় তাঁর কোনও দিনই তেমন ভাল লাগেনি। টুইঙ্কল শুরু করেছেন লেখালেখি। তাঁর লেখা বই প্রশংসিতও হয়েছে। বাড়িতে সময় কাটাতে ও লিখতেই বেশি পছন্দ করেন তিনি।

  টুইঙ্কল সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ। জীবনের নানা ঘটনা তুলে ধরেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে। কখনও পড়তে পড়তে ঘুমিয়ে গিয়েছেন তিনি। বা ছিঁড়ে গিয়েছে তাঁর স্যান্ডেল। এই ধরণের নানা মজার ছবি ও ভিডিও তিনি শেয়ার করেন। এবারও একটি মজার লেখা ও ছবি শেয়ার করলেন তিনি। টুইঙ্কল পশুপ্রেমি। তাঁর পোষা বিগেলটিকে খুব ভালবাসেন তিনি। তবে বিগেল বাবাজি বেজায় দুষ্টু। টুইঙ্কল এই দুষ্টু পোষ্যের ছবি পোস্ট করে লিখলেন, "আমি জানি না আমি ওকে ভাল ব্যবহার শেখাচ্ছি না ও আমায় দুষ্টুমি শেখাচ্ছে। এই যে আমার চেয়ারটি উনি এখন দখল করে বসে আছেন। একটু আগে আমার প্লেট থেকে বাটারড টোস্ট চুরি করেছেন ইনি। এখন সেটিই খাচ্ছেন।" এই ছবি দেখে এক ভক্ত লিখেছেন, "বিগেলরা এমন দুষ্টুই হয়। ওদের কিছু শেখাতে গেলে কান্না এসে যায়। আমারও একটি আছে।"

  Published by:Piya Banerjee
  First published: