• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • বিনোদন জগতে ফের শোকের ছায়া, ৫৫ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা আশিষ রায়

বিনোদন জগতে ফের শোকের ছায়া, ৫৫ বছর বয়সে প্রয়াত জনপ্রিয় অভিনেতা আশিষ রায়

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা, চলছিল ডায়ালিসিস

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা, চলছিল ডায়ালিসিস

দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা, চলছিল ডায়ালিসিস

 • Share this:

  #মুম্বই:  বিনোদন জগতে ফের শোকের ছায়া, প্রয়াত হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা আশিষ রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৫ বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন অভিনেতা, চলছিল ডায়ালিসিস। সোমবার মাঝরাতে নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন 'সসুরাল সিমার কা'-র জনপ্রিয় তারকা। এর আগে শরীরে জল জমতে থাকায় তিনি জুহু হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

  মুম্বইয়ের জোগেশ্বরী অঞ্চলের 'পাটলিপুত্র বিল্ডিং'-য়ে থাকতেন আশিষ রায় । আবাসনের নীরাপত্তা রক্ষী জানান, '' গতকাল রাত ৩.৪৫ মিনিটে শেষ নিশ্বাস করেন আশিষ স্যর। মাঝরাতে ওঁর পরিচারক হন্তদন্ত হয়ে নীচে ছুটে আসেন,  জানান বার কয়েক হেঁচকি তুলে কোল্যাপস করে গিয়েছেন আশিষ স্যর। উনি অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু পরিচারক বলেন গতকাল নাকি সুস্থই ছিলেন। আজকে ডায়ালিসি করার কথাও ছিল।''

   মঙ্গলবার সন্ধ্যায় অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে। গত বছর জানুয়ারি মাসে প্যারালিসিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ২০১৮-সালেও মস্তিষ্কে রক্ত জমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারও হয়েছিল। চলতি বছরের মে মাসে তিনি আইসিইউ-তে ভর্তি ছিলেন। ফেসবুকে নিজেই অসুস্থতার কথা জানিয়েছিলেন আশিষ রায়। লাগাতার অসুস্থ থাকায় সে'ভাবে কাজ করতে পারচিলেন না। ব্যয়বহুল চিকিৎসার খরচ যোগানো প্রায় অসম্ভব হয়ে উঠেছিল। আর্থিক সাহায্য চেয়ে ফেসবুকে পোস্টও করেন অভিনেতা। মঙ্গলবার লেখিকা-প্রযোজক বীনতা নন্দা অভিনেতার মৃত্যুর খবর ফেসবুকে জানান।  'সসুরাল সিমার কা', 'জিনি অউর জুজু', ' তু মেরে আগল বাগল হ্যায়', ' বা বহু অওর বেবি'-র মতো জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন আশিষ রায়।

  Published by:Rukmini Mazumder
  First published: