#মুম্বই: নতুন বছরেই রণবীর কাপুর ও অনিল কাপুর অভিনীত ছবি ‘অ্যানিম্যাল’ এর কথা জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এরপর থেকেই নানা জল্পনা কে হবে এই ছবির নায়িকা৷ ফিল্মফেয়ারের এক প্রতিবেদনে সম্প্রতি জানা গিয়েছে, ‘বুলবুল’ খ্যাত তৃপ্তি দিমরিকে এই ছবিতে দেখা যাবে রণবীরের বিপরীতে।
‘বুলবুল’ ছবিতে সহজেই সকলের মন কেড়ে নিলেও ‘অ্যানিম্যাল’ ছবিতে সুযোগ পাওয়া সহজ হয়নি তৃপ্তির ৷ জানা গিয়েছে, বিনোদন জগতের কিছু বড় এবং জনপ্রিয় অভিনেত্রী এই চরিত্রের জন্য অডিশন দিয়েছিলেন। এমনকি সারা আলি খানও মুভিটির জন্য অডিশন দিয়েছিলেন । তবে নির্মাতারা তৃপ্তির কাজ এবং অডিশনে বেশ মুগ্ধ হন। তাঁরা মনে করেন, যে এই চরিত্রটিতে নতুনত্ব ফুটিয়ে তুলতে তৃপ্তিই হবে সেরা৷
ছবিতো মুখ্য চরিত্রে আছেন, রণবীর কাপুর, অনিল কাপুর, পরিণীতি চোপড়া এবং ববি দেওল। ছবিটি পরিচালনা করেছেন কবির সিংয়ের পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গ এবং সহ-প্রযোজনা করেছেন ভূষণ কুমার, কৃষ্ণ কুমার, মুরাদ খেতাণী, এবং প্রণয় রেড্ডি বঙ্গ ৷ চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হতে চলেছে ‘অ্যানিম্যাল’ ছবির শ্যুটিং।
প্রসঙ্গত, ২০১৮ সালে ‘লায়লা মজনু’র হাত ধরে বলিউডে পা রেখেছিলেন তৃপ্তি দিমরি৷ এরপর পর্দায় তাঁকে দেখা না গেলেও নেটফ্লিক্সের ‘বুলবুল’- এর হাত ধরে বলিউডে তাঁর কামব্যাক ঘটে৷ এক সাক্ষাৎকারে তৃপ্তি জানান, ‘লায়লা-মজনু’র পর তিনি ভাল কাজ পাওয়ার আশা করেন। কিন্তু বাস্তবে এমনটা ঘটেনি। ‘বুলবুল’-এর সাফল্যের পর অভিনেত্রীর কেরিয়ার গ্রাফ কিছুটা হলেও পাল্টায়৷ ভাগ্যের চাকা ঘুরে এ বার স্ক্রিন শেয়ার করবেন রণবীর কাপুরের সঙ্গে৷