#মুম্বই: প্রয়াত হয়েছেন বলিউডের গীতিকার যোগেশ গৌর। বলিউডে তিনি যে গান রেখে গিয়েছেন তা ভোলার নয়। যেমন 'আনন্দ' ছবির 'কহি দূর যব দিন ঢল যায়ে'... এমনই কালজয়ী গান রচয়িতা যোগেশ গৌর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭। বলিউডে এই খারাপ সময়ে নতুন করে শোকের ছায়া নামলো। তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। লতা মঙ্গেশকরও স্মরণ করেছেন তাঁকে। তবে গায়ক শান একেবারেই অন্য ভাবে জানালেন শ্রদ্ধা।
শান আজ তাঁর ইনস্টাগ্রাম পেজে লাইভে এসে গাইলেন যোগেশজির লেখা কিছু গান। শানের বাবার অনেকদিনের বন্ধু ছিলেন তিনি। সেই সূত্রে যোগাযোগ তো ছিলই। পরবর্তী কালে গায়ক সূত্রেও কাছে আসেন তাঁরা। আজ তাঁর মৃত্যুতে ভেঙে পড়েছেন শান। তবে লাইভে এসে একের পর গান গেয়ে শ্রদ্ধা জানালেন শান। লাইভে তাঁর সঙ্গে যোগ দিলেন বলিউডের আরও অনেকে।
View this post on Instagram