#মুম্বই : Why can't girls have fun! একটি জনপ্রিয় বিজ্ঞাপনের ট্যাগ লাইন ধরে ছবি তৈরি করেছেন শশাঙ্ক ঘোষ ৷ প্রযোজক হিসেবে পাশে পেয়েছেন একতা কাপুর, অনিল কাপুর ও তাঁর মেয়ে রিয়া কাপুরকে ৷
সামাজিক দায়বদ্ধতায় জর্জরিত নয়, আধুনিক মেয়েরা চালিত তাদের ইচ্ছা শক্তিতে ৷ এরা সকলেই এখন নিজের কথা, নিজের মনের কথা মন খুলেই বলতে পারে ৷ কোন দ্বিধা ছাড়াই ৷ সামাজিক নিয়ম নীতিতে আর আষ্টেপৃষ্টে বেধে রাখা যায় না এই মেয়েদের ৷ তাই হয়ত কখনও কখনও অপ্রিয় হতে হয় তাদের ৷
আরও পড়ুন কান-এর রেড কার্পেটে হাঁটতে চলেছেন কঙ্গনা
এমনই ৪ টি মেয়ের গল্প বানিয়েছেন শশাঙ্ক ৷ চার বন্ধুর চরিত্রে সোনম কাপুর, করিনা কাপুর, স্বরা ভাস্কর, শিখা তলসানিয়া ৷
দেখুন ভিরা দি ওয়েডিং-এর ভিডিও
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Ekta Kapoor, Kareena Kapoor, Sikha talsania, Sonam Kapoor, Swara Bhaskar, Veera Di wedding