#মুম্বই: এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় 'ভাইরাল' যুবরাজ সিং! না, না ক্রিকাটার নয়, ইনি ডান্সার! বিগত বেশ কিছুদিন ধরে নেট দুনিয়া তোলাপাড় হচ্ছে রায়বেরিলির বাসিন্দা যুবরাজের নাচে! নেটিজেনরা তাঁকে নয়া নাম দিয়েছেন 'ইয়ং মাইকেল জ্যাকসন'! গানের তালে তাঁর নাচের স্টেপ দেখে মুগ্ধ আট থেকে আশি! এখানেই শেষ নয় ! যুবরাজের নাচের প্রশংসা করেছেন খোদ অমিতাভ বচ্চন, হতিক রোশন-ও । এবার যুবরাজ পেলেন বলিউডে ছবির অফার। কোরিওগ্রাফার ও পরিচালক রেমো ডি সুজা সরাসরি জানিয়ে দিলেন, ‘নেক্সট ফিল্ম।’
সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং থাকাটাই এখন ট্রেন্ড ৷ আর টিকটক ভিডিও তো এখন জেন ওয়াইয়ের কাছে মূল আকর্ষণের জায়গা ৷ নানা রকম গান, নাচ, অঙ্গিভঙ্গিতে টিকটক ভিডিও এখন ভাইরাল হচ্ছে আকছাড় ৷ সম্প্রতি ট্যুইটারে এমনই এক টিকটক ভিডিও শেয়ার করেছিলেন রায়বেরিলির যুবরাজ। তাঁর ডান্স মুভ অনায়াসে টক্কর দিতে পারে হৃতিক রোশন, শাহিদ কাপুর, টাইগার শ্রফের মতো হেভিওয়েটদের। হুবহু নকল করেছেন মাইকেল জ্যাকশনের স্টাইলও। নাচের জোরেই এবার ভাগ্য বদলাল যুবরাজের! পেয়ে গেলেন বলিটাউনে রেমো ডি-সুজার ছবির অফার!
যুবরাজ সিং-এর নাচের টিকটক ভিডিও দেখে হৃতিক রোশন কমেন্ট করেন, 'আমার দেখা সবচেয়ে স্মুদ এয়ারওয়াকার। কে ইনি?’ অমিতাভের প্রতিক্রিয়া ছিল ‘Wow’। রবিনা ট্যান্ডল লিখেছেন, ‘টিপ টিপ রিমিক্স’ গানে যুবরাজের নাচ বেশ ভাল। সুনীল শেট্টি, অনুপম খের-সহ অনেক তারকাই প্রশংসা করেছেন যুবরাজের। পরিচালক অনুভব সিনহা যুবরাজের নাচের ভিডিওটি শেয়ার করে ট্যাগ করে দেন রেমো ডি সুজাকে, সঙ্গে লেখেন, ‘দেখেছ’? উত্তরে রেমো লেখেন, ‘দাদা, পরের ছবি।’ ব্যস! যুবরাজের রাজা হওয়া এবার আটকায় কে ? রাণু মণ্ডলের পর সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ফের একজন সাধারণ মানুষ পেলেন বলিটাউনে কাজের সুযোগ!
Watch till end. Last video made me compile his videos. Please make him famous
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।