corona virus btn
corona virus btn
Loading

প্রভাসের জন্মদিনে কী উপহার দিলেন অনুষ্কা শেট্টি ?

প্রভাসের জন্মদিনে কী উপহার দিলেন অনুষ্কা শেট্টি ?

গুঞ্জনে রয়েছে প্রভাসের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ বাহুবলির দেবসেনা অনুষ্কা শেট্টি

  • Share this:

#চেন্নাই: গুঞ্জনে রয়েছে প্রভাসের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে আবদ্ধ বাহুবলির দেবসেনা অনুষ্কা শেট্টি৷ তবে এই গুঞ্জনকে একেবারেই পাত্তা দেন না অনুষ্কা ৷ বরং সোজসাপটা প্রভাসের সঙ্গে বন্ধুত্বকেই সবার সামনে তুলে ধরেন তিনি ৷ আর তার প্রমাণ পাওয়া গেল প্রভাসের জন্মদিনেই!

প্রভাস নাকি নানা ধরণের ঘড়ি জমাতে ভালোবাসেন ৷ আর তাই প্রভাসের জন্মদিনেই ঘড়িই দিলেন অনুস্কা ৷

কথায় আছে, সময়ের থেকে আর দামি কিছু হতে পারে না ৷ আর সেই সময়ইটাই ঘড়ির মধ্যে বন্ধ করে বন্ধু প্রভাসকে দিলেন অনুষ্কা ৷

কিছুদিন আগেও যখন এ খবর রটেছিল ফিল্মি পাড়ায় তখন অনুষ্কা শেট্টি ব্যাপারটাকে পুরো এড়িয়ে গিয়েছিলেন ৷ তবে এবার কিন্তু একেবারেই মুখে কুলুপ এঁটেছেন বাহুবলির দেবসেনা !

গুজবে ইতি টানলেন অনুষ্কা নিজেই ! প্রভাস যে শুধুই তাঁর সহকর্মী, তা পরিষ্কার জানিয়ে দিলেন অনুষ্কা শেট্টি ! তবে এ ব্যাপারে কোনও কথাই বলতে চাননি বাহুবলি প্রভাস !

‘বাহুবলি’ ছবির মুক্তির পর থেকেই একদিকে যখন ছবি নিয়ে নানা মহলে নানা কথা ৷ একের পর এক রেকর্ড ভাঙার গল্প ৷ ঠিক তখনই রটে গেল প্রভাস আর অনুষ্কা শেট্টি নাকি জমিয়ে প্রেম করছেন ৷ রটে গেল এটাও, প্রভাস নাকি অনুষ্কাকেই বিয়ে করতে চলেছেন ৷

তবে এই সব গুজবকে একেবারেই পাত্তা না দিয়ে অনুষ্কা সম্প্রতি জানিয়ে দিলেন, ‘প্রভাস শুধুই সহকর্মী ৷ প্রেমের গল্প জাস্ট গুজব !’

অন্যদিকে জানা গিয়েছে, প্রভাসের বিয়ের জন্য তাঁর পরিবার ইতিমধ্যেই খুঁজে পেয়েছেন পাত্রী৷ তবে সেই পাত্রীর সঙ্গে ফিল্মের কোনও যোগাযোগ নেই ৷ এক ধনী বিল্ডারের একমাত্র মেয়ে৷ দেখতে অতিব সুন্দরী ৷ এমনকী, প্রভাসের বাড়ির লোকেরও এই মেয়েরে বেশ পছন্দ ৷ প্রভাস হ্যাঁ বললেই শীঘ্রই চার হাত এক হবে !

First published: October 23, 2017, 5:51 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर