Anuradha Paudwal: নব্বইয়ের দশকের নিজের সুপারহিট গান গেয়েই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুরাধা পাড়োয়াল

Anuradha Paudwal: নব্বইয়ের দশকের নিজের সুপারহিট গান গেয়েই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুরাধা পাড়োয়াল
সেই সুরেলা পুরনো জাদু অনুরাধা পাড়োয়ালের গলায়, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

সেই সুরেলা পুরনো জাদু অনুরাধা পাড়োয়ালের গলায়, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

 • Share this:

  #মুম্বই: ফের অনুরাধা পাড়োয়ালের সুরেলা কন্টে বাসল সোশ্যাল মিডিয়া ৷ নব্বইয়ের দশকের সুপারহিট গান 'ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা, ধীরে ধীরে সে দিলকো চুরানা ৷' গানটি কুমার শানুর সঙ্গে গেয়েছিলেন, নাদিম-শ্রাবণের সুরের জাদুতে নির্মিত হয়েছিল আশিকি ছবিটি ৷ রাহুল রায় ও অনু আগরওয়ালের অভিনয় সারা ফেলে দিয়েছিল সেই সময়ে সৌজন্যে আশিকি ৷

  নব্বইয়ের দশকের এই অশিকি ছবিই সেই সময়ের প্রজন্মের মনকে বেশ স্পর্শ করতে সক্ষম হয়েছিল ৷ গুলশন কুমারের প্রযোজনায় ও মহেশ ভাটের পরিচালনায়, ১৭ অগাস্ট ১৯৯০ সালে সারা দেশজুড়ে মুক্তি পেয়েছিল আশিকি ছবিটি ৷ সেই সময়েই বক্স অফিসে মোট কালেকশন ছিল ৫ কোটি টাকা ৷ নাদিম-শ্রাবণ থেকে গুলশন কুমার-মহেশ ভাট, অন্যদিকে কুমার শানু-অনুরাধা পাড়োয়াল-সহ সমস্ত ব্র্যান্ড লিডারেরা এক ছাতার তলায় উপস্থিত হয়েছিলেন, যার পরিণতি এই সুপার ডুপার হিট ছবি ৷


  'ম্যায় দুনিয়া ভুলা দুঙ্গা' থেকে 'দিলকা আলম ম্যায় কেয়া বাতাউ তুঝে' অথবা 'জানে জিগর জানেমন,' প্রতিটি গান আজও মানুষের মনেক মন্দিরে স্থান করে আছে ৷ এত বছর পরেও সেই সুরেলা গলার জাদুতে ধীরে ধীরে সে মেয়ে জিন্দেগি মে আনা গানটি গেয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় গানটির ভিডিও ভাইরাল হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক সেই গানটি ৷

  Published by:Arjun Neogi
  First published:

  লেটেস্ট খবর