• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • কেবল আমার পিছনে পড়ে থাকলে শুধু একটা বিল্ডিং নয়, গোটা মহারাষ্ট্র ধসে যাবে: কঙ্গনা

কেবল আমার পিছনে পড়ে থাকলে শুধু একটা বিল্ডিং নয়, গোটা মহারাষ্ট্র ধসে যাবে: কঙ্গনা

সোমবার ভোরবেলা এই ঘটনা ঘটে যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ ভিওয়ান্ডির এই দুর্ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে৷

সোমবার ভোরবেলা এই ঘটনা ঘটে যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ ভিওয়ান্ডির এই দুর্ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে৷

সোমবার ভোরবেলা এই ঘটনা ঘটে যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ ভিওয়ান্ডির এই দুর্ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে৷

 • Share this:

  #মুম্বই: মহারাষ্ট্র সরকারকে ফের তুলোধনা করলেন কঙ্গনা রানাওয়াত৷ মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে ভেঙে পড়া একটি বিল্ডিংকে কেন্দ্র করে কঙ্গনা একহাত নেন শিবসেনা সরকারের৷ কঙ্গনার স্পষ্ট কথা, শুধু তাঁর পিছনে পড়ে থাকলে, এমনই দুর্দশা দেখা দেবে মহারাষ্ট্র সরকারের৷ নিজের ট্যুইটে কঙ্গনা লেখেন যে তাঁকে ও তাঁর সম্পত্তি নিয়ে মাতামাতি করছে মহারাষ্ট্র সরকার৷ এর ফলে সরকারের অন্যান্য কাজে মন নেই এবং এর ফলে ভেঙে পড়বে গোটা রাজ্য!

  সোমবার সকালে মুম্বই থেকে প্রায় ৬০ কিলোমিটার উত্তরে ভিওয়ান্ডির পাওয়ার লুম শহরে ভেঙে পড়ে একটি তিনতলা বাড়ি৷ সোমবার ভোরবেলা এই ঘটনা ঘটে যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়৷ এই দুর্ঘটনায় ১০জনের মৃত্যু হয়েছে৷ ২৪ জনের ওই ভাঙা বাড়ির মধ্যে আটকে থাকার আশঙ্কা রয়েছে৷ মৃতদের মধ্যে ৪টি শিশু রয়েছে৷ আক্রান্তদের কল্যাণ, দম্ভিভ্যালি, কালওয়া, থানের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ শিশু সহ ২৫জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে যদিও ১২জন বাড়ি ভেঙে পড়ার সময় গুরুতর আহত হয়েছেন৷

  স্থানীয়া বলছেন যে, বিল্ডিংটি অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছিল৷ ভিওয়ান্ডি নিজামপুর পুরসভা থেকে নোটিসও দেওয়া হয়৷ তবে তা যেন নজর এড়িয়ে গিয়েছিল সকলের এমনই অভিযোগ৷ এছাড়া বাড়ির ভিতর জল পড়া বা দেওয়ালে জল জমার সমস্যা তো ছিলই৷ এতে বাড়ির কাঠামো আরও ধাক্কা খেয়েছে৷ যার জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে বাড়ি৷ আর এই বাড়ি ভেঙে পড়া নিয়েই মহারাষ্ট্র সরকারের সাধারণ জনজীবনের ওপর গাফিলতির কথা বলছেন কঙ্গনা৷ তিনি বলেন যে সাধারাণের প্রতি নজর নেই সরকারের, শুধু তাঁকে অপদস্থ করতেই চিন্তিত সরকার৷

  উল্লেখ্য, বেআইনি ভাবে তৈরির অভিযোগ তুলে কঙ্গনার অফিস ভেঙে গুড়িয়ে দেয় বৃহন্মুম্বই পুরসভা৷ পালি হিলে স্বপ্নের মতো তৈরি কঙ্গনার প্রডাকশন হাইজের অফিস ভেঙে দেয়৷ তারপর থেকে শুরু হয় মহারাষ্ট্র সরকার ও কঙ্গনার মধ্যে সরাসরি তর্ক-বিতর্ক৷ ইতিমধ্যেই নিজের অফিসের সব সঠিক কাগজ দেখিয়ে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন অভিনেত্রী৷

  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে বলিউডের মাফিয়ারাজ নিয়ে প্রতিবাদে সরব হন কঙ্গনা রানাওয়াত৷ সেখানে থেকে একের পর এক মহারাষ্ট্র সরকার, বলিউডে ড্রাগসের বাড়াবাড়ির বিরুদ্ধে সরব হন জাতীয় পরষ্কারপ্রাপ্ত অভিনেত্রী৷

  Published by:Pooja Basu
  First published: