#মুম্বই: হৃত্বিক রোশনের সঙ্গে 'সুপার ৩০'-র সাফল্যের পর এবার ফের নতুন ছবির ছক কষে ফেলেছেন পরিচালক বিকাশ বহেল। এবারের ছবিতে দুই মুখ্য অভিনেতার ভূমিকায় দেখা যাবে অমিতাভ বচ্চন ও রশ্মিকা মন্দানাকে। আগামী এপ্রিল মাস থেকেই শুরু হয়ে যাবে এই ছবির শ্যুটিং।
এই ছবিতে এবার স্বপ্নপূরণ হতে চলেছে অভিনেতা পাভেল গুলাটির। তাপসী পান্নুর 'থাপ্পড়' ছবিতে তাপসীর স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন পাভেল। বলিউড সূত্রে খবর, এই ছবিতে এবার অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন পাভেল।
বলিউড সূত্রে খবর, রশ্মিকা মান্দানার সঙ্গে জুটি বেঁধে স্ক্রিনে দেখা যাবে পাভেলকে। গল্পের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। মুম্বইতেই পয়লা এপ্রিল থেকে শুরু হয়ে যাবে ফিল্মের শ্যুটিং। স্টুডিওতে একেবারে একটি গোটা শহরের আদলে সেট তৈরি করা হয়েছে। সেখানেই হবে গোটা ফিল্মের শ্যুটিং। ছবির নাম প্রথমে ঠিক করা হয়েছিল 'ডেডলি'। যদি পরে এর নাম বদলে রাখা হয়েছে, 'গুড বাই'।
যদিও এই নামই ফাইনাল কিনা তা এখনও নিশ্চিত করেননি ছবির নির্মাতারা। ছবির শ্যুটিং এক সপ্তাহ হওয়ার পর ছবির নাম ফাইনাল করতে চাইছেন তাঁরা। এই ছবির প্রযোজক বালাজি টেলিফিল্মসের প্রযোজক একতা কাপুর ও রিলায়েন্স এন্টারটেনমেন্ট। বিকাশ বহেলের সঙ্গে বসে ইতিমধ্যেই স্ক্রিপ্ট পড়ে ফেলেছেন বিগ বি। তাঁর নাকি দারুণ লেগেছে একেবারে ছক ভাঙা গল্প।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amitabh Bachchan