Home /News /entertainment /
হায় কপাল! Sholay ছবিতে গব্বরের সঙ্গে লড়াইতে দেখা গিয়েছিল ঠাকুরের হাত, দেখুন ভিডিও

হায় কপাল! Sholay ছবিতে গব্বরের সঙ্গে লড়াইতে দেখা গিয়েছিল ঠাকুরের হাত, দেখুন ভিডিও

(Youtube/phholmes)

(Youtube/phholmes)

সেই ভিডিও হঠাৎ করেই সুপার ভাইরাল হয়ে গেছে৷

 • Share this:

  #মুম্বই: বলিউডে যে সিনেমাগুলিকে ক্লাসিক তকমা দেওয়া হয় তারমধ্যে শোলে (Sholay)  অন্যতম৷ এই ছবিটি ক্লাসিক আবার তেমনি জনপ্রিয়৷ এই  ছবিতে  অমিতাভ বচ্চন (Amitabh Bachchan),  ধর্মেন্দ্র (Dharmendra)  জয়-বীরুর রোল করেছিলেন৷ তাঁদের অনস্ক্রিন বন্ধুত্ব সকলের মন ছুঁয়ে গিয়েছিল৷ তাঁদের অভিনয়, শোলের গল্প তার জন্য মানুষ পাগল৷ এই ছবিতে সঞ্জীব কুমার (Sanjeev Kumar) ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন৷ তাঁর চরিত্রও সিলভার স্ক্রিনে অমর৷ এছাড়া ভিলেন গব্বরের রোলে ঐতিহাসিক ভিলেন হয়ে গেছেন আমজাদ খান৷

  এই ছবির স্ক্রিপ্ট , অ্যাক্টিং সবকিছুতেই মানুষের মন কেড়েছিল৷ কিন্তু এক -আধটা ভুলচুক তো থেকেই যায়৷ শোলে ছবিতেও এইরকম হয়েছিল৷

  ফিল্মের প্রতিটা সিন খুবই গুরুত্বপূর্ণ৷ দর্শকরা প্রতিটা সিন নিজের নিজেরমতো করে মনে রাখেন৷ তবে ঠাকুর ও গব্বরের সিং লড়াইয়ের সিন এখনও সকলের মনের মণিকোঠায় রয়ে গেছে ৷ ছবির একটা বড় অংশে সঞ্জীব কুমার তথা ঠাকুরের হাত ছিল না৷ আর গব্বরের সঙ্গে শেষ লড়াইয়ের সিনেও তাই থাকার কথা৷ কিন্তু এই ফাইটিংয়ের সময়ে হাত দেখা গিয়েছিল ঠাকুরের! গব্বরকে জেলে ভরেছিলেন পুলিশ অফিসার ঠাকুর আর তারই বদলা হিসেবে ঠাকুরের দুটো হাতই কেটে নিয়েছিল গব্বর৷ কিন্তু লাস্ট সিনের ফাইট সিকোয়েন্সে ঠাকুর হাত না থাকায় নিজের দুটো পা -দিয়েই গব্বরের সঙ্গে লড়াই করেছিলেন৷ কিন্তু এই সিনেই আছে গলতি৷ আর সেই ভিডিও হঠাৎ করেই সুপার ভাইরাল হয়ে গেছে৷

  ছবিতে জয়-বীরু-র সাহায্যে ঠাকুর গব্বরের বিরুদ্ধে বদলা নেন৷ বিনা হাতের ঠাকুরের দুটি হাত যে তাঁর কুর্তার নিচেই রয়েছে তা লাস্ট ফাইট সিনে সামনে এসে যায়৷  ঠাকুর আর গব্বরের এই লড়াইয়ের সিন ইউটিউব প্ল্যাটফর্মেও দেখা যায়৷ এই সিনটা অসংখ্যবার মানুষ দেখেন আর খোঁজেন কোথায় ঠিক দেখা যাচ্ছে ঠাকুরের হাত৷

  শোলে ছবিতে গব্বরের ভূমিকায় গব্বর সিং -র রোলে আমজাদ খান এত ভালো ভিলেনের অভিনয় করেছিলেন যে সকলেই তাঁর এই নেগেটিভ শেডের চরিত্রকে কুর্নিশ করে৷ এই ছবির চিত্রনাট্য আর গোপাল দাসের লেখা৷ ছবির পরিচালনা করেছিলেন সিপ্পি ও নিজের ছেলে রমেশ সিপ্পির সঙ্গে৷ এই ছবিতে আরও অভিনয় করেছিলেন হেমা মালিনী, জয়া বচ্চন, আশরানি, জগদীপ৷ আজও এই সিনেমার ডায়লগ লোকের মুখে মুখে ফেরে৷

  Published by:Debalina Datta
  First published:

  Tags: Bollywood, Gossip, Viral Video

  পরবর্তী খবর