• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • পর্দায় ফিরছে 1942 লাভ স্টোরির ম্যাজিক, সঙ্গে থাকছে টুইস্ট !

পর্দায় ফিরছে 1942 লাভ স্টোরির ম্যাজিক, সঙ্গে থাকছে টুইস্ট !

Photo Courtesy : Twitter

Photo Courtesy : Twitter

১৯৪২ লাভ স্টোরির গানটি মনে আছে ? এক লড়কি কো দেখা তো অ্য়য়সা লগা .... কুমার শানুর কন্ঠে, আর ডি বর্মনের শুরে মনে দোল লাগানো গানটি আজও ভোলা সম্ভব নয় ৷

 • Share this:

  #মুম্বই: ১৯৪২ লাভ স্টোরির গানটি মনে আছে ? এক লড়কি কো দেখা তো অ্য়য়সা লগা .... কুমার শানুর কন্ঠে, আর ডি বর্মনের শুরে মনে দোল লাগানো গানটি আজও ভোলা সম্ভব নয় ৷ সেই গানই আবার ফিরছে ৷ এবার ছবির রূপে ৷ লাভ স্টোরি সঙ্গে টুইস্ট ! মানে এই সময়ে দাঁড়িয়ে খুব সাধারণ প্রেম কাহিনি তো আর হয় না ৷ হলেও যেন বিশ্বাস করাও সম্ভব নয় ৷ তাই তো পুরনো সরল প্রেমই এখন বেশ গন্ডোগোলের ঠেকছে ৷

  আরও পড়ুন সঞ্জু এককথায় অনবদ্য, বলছেন দর্শকরা! পড়ুন তাঁদের বক্তব্য

  ছবিতে রয়েছেন সোনম কাপুর ৷ তাঁর বিয়ের গল্পই থাকছে ছবিতে ৷ আর তিনিই বলছেন প্রেমে কোন গরবর থাকবে না এমন আবার হয় নাকি ! ছবিতে রয়েছেন অনিল কাপুর , জুহি চাওলা, রাজকুমার রাও ৷ পঞ্জাবি পরিবারের একটি গল্প বলা হয়েছে ছবিতে ৷ এক লড়কি কো দেখা তো অ্যায়সা লগা ছবিটি মুক্তি পাচ্ছে ১২অক্টোবর ৷ তবে নতুন গানটি আপনি কুমার শানুর কন্ঠটি যে মিস করবেন, সেটা বলা বাহুল্য ৷ দেখুন টিজারটি-

  First published: