#মুম্বই: কৃষকদের মৃত্যু নিয়ে বিজেপি নেতা তথা হরিয়ানার কৃষমন্ত্রীর মন্তব্যে টুইটারে ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী তাপসী পান্নু ও রিচা চাড্ডা। তাপসী ও রিচা দুজনেই সোশ্যাল মিডিয়া নিজেদের মত প্রকাশ করেন। প্রথম থেকেই তাঁরা কৃষক আন্দোলনের সমর্থনে কথা বলছেন। এই দিল্লি সীমান্তে আন্দোলনের সময়েই মৃত্যু হয়েছে বেশ কয়েকজন কৃষকদের। সেই প্রসঙ্গে হরিয়ানার কৃষিমন্ত্রী জয়প্রকাশ দালালের একটি মন্তব্যতে তীব্র নিন্দা করলেন দুই অভিনেত্রী।
জয়প্রকাশ দালাল বলেছেন, যে সমস্ত কৃষকদের মৃত্যু হয়েছে তাঁরা সেই সময়ে বাড়িতে থাকলেও মারা যেতেন। জয়প্রকাশ দালালের এই মন্তব্যের সমালোচনা করে তাপসী পান্নু লিখেছেন, "মানুষের জীবনের কোনও মূল্যই নেই! যাঁরা আমাদের খাবার জোগান দেন, তাঁদের জীবনের মূল্য নেই এবং তাঁদের মৃত্যু নিয়ে মশকরা!"
রিচা চাড্ডাও লিখেছেন, "খুবই অপমানজনক।" শনিবার এক সাংবাদিক বৈঠকে জয়প্রকাশ দালাল বলেন, "ওরা (কৃষকরা) বাড়িতে থাকলে কি মারা যেতেন না? ওরা বাড়িতে থাকলেও মারা যেতেন। এক থেকে দুই লক্ষ মানুষের মধ্যে ৬ মাসে ২০০ মানুষের কি মৃত্যু হয় না? কারও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে, কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন। তাঁরা নিজেদের ইচ্ছেয় মারা গিয়েছেন। আমার ওদের মৃত্যুর জন্য সহানুভূতি রয়েছে।"
পরে নিজের মন্তব্যের সমর্থনে যুক্তি দিতে গিয়ে তিনি বলেছেন, "সাংবাদিক বৈঠকে আমি আন্দোলনরত কৃষকদের মৃত্যুর জন্য সমবেদনা প্রকাশ করেছি। অস্বাভাবিক মৃত্যু হলেও তা বেদনাদায়ক।"
প্রসঙ্গত, নভেম্বর থেকে কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন কৃষকরা। আগামী ২ অক্টোবর পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে নিয়ে যাবেন বলে জানিয়েছেন।নিজেদের দাবি থেকে অনড় থাকবেন বলে তিনি জানিয়েছেন।