Home /News /entertainment /

Tamannaah Bhatia Dance Video: তমন্না ভাটিয়ার এই নাচের ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না, চ্যালেঞ্জ!

Tamannaah Bhatia Dance Video: তমন্না ভাটিয়ার এই নাচের ভিডিও থেকে চোখ সরাতে পারবেন না, চ্যালেঞ্জ!

তমন্না ভাটিয়া।

তমন্না ভাটিয়া।

কোরিওগ্রাফার শাজিয়া সামজির সঙ্গে স্টুডিওতে নাচের তালে তাল মিলিয়ে জাদু চালিয়েছেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia Dance Video)।

 • Share this:

  #মুম্বই: সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের টুকরো খবর শেয়ার করতে ভালোবাসেন অভিনেত্রী তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia)। 'বাহুবলী' অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নাচটাও কিন্তু দারুণ করেন। আর সেই প্রমাণই নিজের সাম্প্রতিক পোস্টে তুলে ধরলেন নায়িকা। ইনস্টাগ্রামে সদ্য তমন্নার শেয়ার করা একটি নাচের ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। দোজা ক্যাটের 'কিস মি মোর' গানে নেচে নেটপাড়ার উত্তাপ বাড়িয়েছেন তমন্না।

  কোরিওগ্রাফার শাজিয়া সামজির সঙ্গে স্টুডিওতে নাচের তালে তাল মিলিয়ে জাদু চালিয়েছেন তমন্না ভাটিয়া (Tamannaah Bhatia Dance Video)। নীল ট্র্যাক প্যান্ট ও ক্রপ টপে দারুণ দেখাচ্ছেও নায়িকাকে। কন্টেম্পোরারি ও হিপ হট স্টাইলের নাচে পারদর্শি হয়ে উঠেছেন তিনি। ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে তমন্না লিখেছেন, 'ভুল সব চুকে যাক'। কয়েকদিন আগেই নিজের ইনস্টাগ্রামে খাওয়ার খাওয়ার একটি মজার পোস্ট করেছিলেন নায়িকা। সেটিও নজর কেড়েছিল নেটিজেনের।

  কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। হায়দরাবাদে একটি ছবির শ্যুটিং করতে গিয়ে সেটেই করোনা আক্রান্ত হন তিনি। সেই সময় নিজের ইনস্টাগ্রামে ফ্যানেদের সেই আপডেটও দিয়েছিলেন তিনি। জানিয়েছিলেন, তাঁর বাবা-মাও করোনায় আক্রান্ত হয়েছিলেন। অসুস্থ হওয়ার পর বেশ কয়েকদিন হাসপাতালেও ভর্তি ছিলেন নায়িকা। পরে সুস্থ হয়ে শেয়ার করেছিলেন ছবি।

  আপাতত এই বছরই মুক্তি পেয়েছে তাঁর দুটি ওয়েব সিরিজ। 'ইলেভেনথ আওয়ার', 'নভেম্বর স্টোরিজ'-এ অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন নায়িকা। মাস্টারশেফ ইন্ডিয়া-তেলগুতেও দেখা যাবে তমন্নাকে। ২০১৯ সালে 'অ্যাকশন' ছবিতে শেষ দেখা গিয়েছে তাঁকে। এর পর নওয়াজউদ্দিন সিদ্দকির সঙ্গে 'বোলে চুড়িয়া' ছবিেত দেখা যাবে তমন্না ভাটিয়াকে।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Dance, Tamannaah Bhatia

  পরবর্তী খবর