#মুম্বই: সদ্যোজাত মেয়ে’কে একেবারে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলেছেন বিরাট কোহলি-অনুষ্কা শর্মা । বিরুষ্কার মেয়ে জন্মেছে প্রায় চার দিন হতে চলল । কিন্তু এখনও পর্যন্ত একটা ছবিও প্রকাশ্যে আসতে দেননি তাঁরা । সেলেবদের ক্ষেত্রে এমন ঘটনা বেশ কমই দেখা যায় ।
গত সোমবার বিকেলে মুম্বইয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম হয় বিরাট-অনুষ্কার প্রথম সন্তানের । জন্মের সঙ্গে সঙ্গেই সে খবর সোশ্যাল মিডিয়ায় জানান বিরাট । কিন্তু মেয়ের কোনও ছবি পোস্ট করেননি তাঁরা । এ দিকে, বিরুষ্কার ঘরে নবজাতকের আগমণের খবর ভাইরাল হতেই গুগলে ক্রমাগত বেবির ছবি সার্চ করা হয় । কিন্তু কোথাও তেমন বিশ্বাসযোগ্য ছবি দেখতে না পেয়ে খানিকটা হতাশই হন বিরুষ্কা ভক্তরা ।
অন্যদিকে, মেয়ের সুরক্ষা বজায় রাখতে ব্রিচ ক্যান্ডি হাসপাতালের বাইরে পাপারাৎজিদেরও সদ্যোজাত মেয়ের ছবি তুলতে নিষেধ করেছেন বিরাট-অনুষ্কা । শুধু তাই নয়, হাসপাতালে কোনও ঘনিষ্ঠ আত্মীয়েরও যাওয়ার অনুমতি নেই । স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে, কেউ কোনও উপহারও আনতে পারবেন না খুদের জন্য ।
আসলে ছোট্ট মেয়েকে এখনই জনসমক্ষে আনতে চান না বিরুষ্কা । আর সেটাই ফোটোগ্রাফারদের পাঠানো অনুরোধপত্রে আরও একবার প্রমাণ করে দিয়েছেন তাঁরা । মেয়ে জন্মানোর প্রথম খবর দেওয়ার সময়ও বিরাট সকলকে অনুরোধ করেছিলেন এই বিশেষ সময়ে তাঁদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সাহায্য করতে । এরপর আরও এক ধাপ এগিয়ে মুম্বইয়ের প্রতিটি সেলিব্রিটি ফোটোগ্রাফারদের ব্যক্তিগতভাবে অনুরোধপত্র পাঠালেন তিনি । সঙ্গে ছিল দূর্দান্ত মূল্যবান একটি করে গিফ্ট হ্যাম্পার ।
View this post on Instagram
সঙ্গে বিরাট লিখেছেন, ‘‘আমরা আমাদের সন্তানের প্রাইভেসি রক্ষা করতে চাই । আর এ জন্য আপনাদের সহযোগিতা একান্ত কাম্য । আমাদের সন্তান যথেষ্ট পরিণত না হওয়া পর্যন্ত দয়া করে ওঁর কোনও ছবি তুলবেন না । আমরা আপনাদের কথা দিচ্ছি, যে কোনও খবর, যা আমাদের উপর আধারিত, তাতে আমরা সবসময় আপনাদের সাহায্য করব । কিন্তু দয়া করে এর মধ্যে আমাদের সদ্যোজাত মেয়েকে টেনে আনবেন না ।’’
প্রতিটি মিডিয়া হাউজের সেলিব্রিটি ফোটোগ্রাফাররা বিরুষ্কার এই একান্ত অনুরোধের সম্মান রক্ষা করার কথা দিয়েছেন । যা এক কথায় বিরল ।
শোনা যাচ্ছে এ সপ্তাহেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন অনুষ্কা । তবে মিডিয়াকে এড়াতে হয়তো গভীর রাতে হাসপাতাল থেকে বেরবেন তিনি । বলিউড হাঙ্গামার খবর অনুযায়ী, পাপারাৎজিদের চোখে ধূলো দিতে সম্ভবত অন্য গাড়িতে চড়বেন অনুষ্কা । জানা গিয়েছে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের পিছনের দরজা দিয়েই মেয়ে কোলে বেরবেন অনুষ্কা । তবে এই খবরের সত্যতা এখনও জানা যায়নি ।
প্রেগন্যান্সির শুরু থেকে কিন্তু তেমন কোনও রাখঢাক করেননি অনুষ্কা । খুল্লামখুল্লা ছবি তুলেছেন বেবি বাম্প নিয়ে । এমনকি তাঁকে এই সময় স্যুইমস্যুটেও দেখতে পাওয়া গিয়েছে । গর্ভাবস্থায় একের পর এক বিজ্ঞাপনে মুখ দেখিয়েছেন তিনি । শ্যুটিং করেছেন । শুধু তাই নয়, বিখ্যাত একটি ফ্যাশন ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন সম্পূর্ণ উন্মুক্ত বেবি বাম্প নিয়েই ।
কিন্তু সন্তানের জন্ম দেওয়ার পর সদ্য মা অনুষ্কা এখন খুবই সাবধানী । সন্তানের ধারেকাছেও ঘেঁষতে দিচ্ছেন না কাউকে ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Virat Kohli