#মুম্বই: বড় দাদা হতে চলেছে তৈমুর আলি খান পতৌদি । বাবা-মায়ের নয়নের মণি তৈমুর দারুণ জনপ্রিয় সকলের কাছেই । জন্মের পর থেকেই সে ভাইরাল । এখন তৈমুরের বয়স প্রায় তিন । এখনও তৈমুরকে এক ঝলক দেখা গেলেই তার উপর প্রায় হামলে পড়ে পাপারাৎজিদের দল । তৈমুরও বেশ উপভোগ করে সেই জনপ্রিয়তা । কখনও মিডিয়ার সঙ্গে কথা বলতে বা তাদের কথায় উত্তর দিতেও দেখা যায় ছোট্ট টি’কে । এইটুকু বয়সেই কখনও সে হাত নাড়ে, কখনও ভেংচি কাটে, কখনও আবার ফ্লাইং কিস ছুড়ে দেয় । কখনও আবার একেবারেই পাত্তা দেয় না । আসলে পুরোটাই শিশুর মর্জি ।
তবে এ দিন যা করল তাতে হেসেই খুন নেটিজেনরা । নবাব ঘরণী করিনা এখন গর্ভবতী । দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন তিনি । সম্প্রতি তৈমুরকে নিয়ে বেবো গিয়েছিলেন তাঁর মা ববিতার বাড়ি । আর সেখানেই দু’জনকে ঘিরে ধরে মিডিয়া । ক্যামেরার সামনে পোজ দেন নায়িকা । বেবি বাম্প আড়াল করতে ঢিলাঢালা ট্র্যাকস্যুট পরেছিলেন তিনি । করিনার হাত ধরেছিল পুঁচকে তৈমুর । হঠাৎই ক্যামেরা দেখে উত্তেজিত হয়ে পড়ে সে । মায়ের হাত ছাড়িয়ে নিয়ে নাচ শুরু করে । মিষ্টি তৈমুরের এমন মজার কাণ্ড দেখে তো নেটিজেনদের হেসে গড়িয়ে পড়ার জোগাড় ।
সম্ভবত আগামী বছরের শুরুতেই মা হবেন বেবো । এখন আপাতত কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন তিনি । তবে ‘লাল সিং চাড্ডা’র শেষ পর্যায়ের কিছু কাজ এখনও বাকি আছে । ফলে কিছুদিনের মধ্যেই হয়তো আবার শ্যুটিং ফ্লোরে দেখতে পাওয়া যাবে নায়িকাকে । শোনা গিয়েছে, সিনেমার ধারাবাহিকতা বজায় রাখতে করিনার বেবি বাম্প VFX-এর মাধ্যমে ম্যানেজ করা হবে । এই ছবিতে তাঁর বিপোরীতে রয়েছেন আমির খান।