Home /News /entertainment /
পুতুলের পর, এবার কুকিজের ওপর তৈমুরের ছবি !

পুতুলের পর, এবার কুকিজের ওপর তৈমুরের ছবি !

Photo Source: Twitter

Photo Source: Twitter

 • Share this:

  #মুম্বই: পাপারাৎজিদের ক্যামেরা থেকে মম্মি, ড্যাডির সঙ্গে ইভেন্ট, ফাংশন, পার্টি বা শুটিং স্পট! লাইমলাইটের সঙ্গে প্রথম থেকেই দোস্তি করে ফেলেছে সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে! ওই একরত্তি ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখে খান-কাপুরেরাও চোখ কপালে তোলেন! ইতিমধ্যেই তৈমুরের মতো দেখতে পুতুল রমরমিয়ে বিক্রি হচ্ছে বাজারে, এবার কুকিজের ওপরও দেখা গেল তৈমুরের ছবি! তৈমুরের ছবি দেওয়া ওই কুকিজের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ‘দ্য কেক কোম্পানি’ তৈরি করেছে এই বিশেষ কুকিজ। সূত্রের খবর, একটি বিশেষ অনুষ্ঠানে নির্দিষ্ট অর্ডারের ভিত্তিতে ওই কুকিজ তৈরি করা হয়েছিল।

  তৈমুরের লাইমলাইটে থাকা নিয়ে ঠাকুমা শর্মিলা ঠাকুর এবং করিনার বাবা রণধীর কপূর আগেই আপত্তি জানিয়েছিলেন। শর্মিলার বক্তবছ ছিল, “ প্রায় প্রতিদিনই পেজ থ্রি-তে তৈমুরের ছবি বেরোয়। এতে হয়তো আমার খুশি হওয়া উচিত। কিন্তু আমি পুরনো যুগের। আমার মনে হয় বাচ্চাদের এত লাইমলাইটে আসা উচিত নয়।'' তৈমুরের জনপ্রিয়তা নিয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন সারা আলি খানও! জানিয়েছিলেন, তৈমুর মানেই স্পটলাইটের কেন্দ্রে! ও ঘর থেকে বেরলেই খবর হয়ে যায় অথচ তাঁদের কোনও খবর তৈরি করতে হলে কত পরিশ্রম করতে হয় ! এখানেই শেষ নয় 'সিমবা 'স্টার এও বলেন, তৈমুরের জনপ্রিয়তার ধারেকাছে পতৌদি পরিবারের কারও জনপ্রিয়তা আসে না! তবে করিনা মনে করেন, তৈমুরের ছোট থেকেই জানা উচিত, ও তারকা দম্পতির সন্তান। ফলে যেখানেই যাবে ও লাইমলাইটে থাকবে। এই অভ্যাসটা রপ্ত করে ফেললে ভবিষ্যতে ওরই সুবিধা হবে! যদিও কুকিজের ওপর তৈমুরের ছবি ভাইরাল হওয়ার পর এখনও পর্যন্ত কাপুর বা খান পরিবারের কোনও সদস্যই প্রকাশ্যে মুখ খোলেননি!

  First published:

  Tags: Taimur cookies, Taimur rescent news

  পরবর্তী খবর