দেখে নিন, এই মুহূর্তে তৈমুরের কোন ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়--

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: চলছে উত্সবের মরসুম! সাধারণ মানুষ থেকে সেলেব্রিটি...সবাই গা ভাসিয়েছেন আমোদে প্রমোদে! নবরাত্রিতে বলিটাউনেও খুশির জোয়ার! আর এদিন এক্কেবারে সাবেকী পোশাকে সেজে স্কুলে হাজির হল সেফ-করিনা পুত্র তৈমুর আলি খান। আর তৈমুর মানেই সোশ্যাল মিডিয়া তোলপাড়! মুহূর্তে চাইরাল তাঁর নবরাত্রির 'লুক'!

    তৈমুর এখন প্লে-স্কুলের পড়ুয়া। নবরাত্রির দিন স্কুলে অনুষ্ঠান ছিল। সেখানে বন্ধুদের সঙ্গে দিব্য পোজ দিয়ে ছবি তুললেন। পাশে ছিল সোহা আলি খানের মেয়ে ইনায়া ও তুষার কাপুরের ছেলে লক্ষ। বেগুনি কুর্তা, সাদা পাতিয়ালায় সেজেছিল ছোটে নবাব, ইনায়ার পরণে লাল-হলুদ কম্বিনেশনের ঘাগরা- চোলি।

    Photo Source: Instagram Photo Source: Instagram

    পাপারাৎজিদের ক্যামেরা থেকে মম্মি, ড্যাডির সঙ্গে ইভেন্ট, ফাংশন, পার্টি বা শুটিং স্পট! লাইমলাইটের সঙ্গে প্রথম থেকেই দোস্তি করে ফেলেছে তৈমুর আলি খান। সোশ্যাল মিডিয়াতেও তার জনপ্রিয়তা তুঙ্গে! ওই একরত্তি ছেলের ফ্যান ফলোয়ারের সংখ্যা দেখে খান-কাপুরেরাও চোখ কপালে তোলেন!

    First published:

    Tags: Bollywood, Celebrated navratri, Kareena Kapoor, Saif Ali khan, Star Kids, Taimur Ali Khan, Viral Picture