হোম /খবর /বিনোদন /
'নীরব মোদি-মেহুল চোকসিদের ভুলে ইডি, সিবিআই ধাওয়া করেছে রিয়াকে', কটাক্ষ স্বরা-র

'নীরব মোদি-মেহুল চোকসিদের ভুলে ইডি, সিবিআই ধাওয়া করেছে রিয়াকে', কটাক্ষ স্বরা ভাস্করের

'' আমাদের দেশে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। কিন্তু ইডি, সিবিআই নীরব মোদি, মেহুল চোকসিদের ছেড়ে রিয়াকে নিয়েই ব্যস্ত!'' কটাক্ষ স্বরা-র

  • Last Updated :
  • Share this:
টানা তিন দিন জেরার পর মঙ্গলবার মাদককাণ্ডে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তীকে গ্রেফতার করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) । সেদিনই এক দফা জামিনের আর্জি খারিজ হয়ে যায়। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর অফিসেই রাত কাটান রিয়া। বুধবার সকালে অভিনেত্রীকে মুম্বইয়ের বাইকুল্লা জেলে নিয়ে যাওয়া হয়। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে। আগামী দু’সপ্তাহ বাইকুল্লা জেলেই রাখা হবে রিয়াকে।রিয়ার গ্রেফতারির পর ঝাঁঝিয়ে উঠলেন বলিটাউনের অভিনেত্রী, 'সাহেব বিবি গোলাম ' খ্যাত স্বরা ভাস্কর। তাঁর মতে, 'আমাদের দেশে আরও অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। কিন্তু ইডি, সিবিআই নীরব মোদি, মেহুল চোকসিদের ছেড়ে রিয়াকে নিয়েই ব্যস্ত! সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে রিয়ার সম্ভাব্য ভূমিকা নিয়ে তদন্ত করেই যাচ্ছে! একদিকে ইডি রিয়ার বিরুদ্ধে আনা সুশান্তের টাকা নয়ছয়ের অভিযোগ খতিয়ে দেখছে, অন্যদিকে সিবিআই তদন্ত করছে আদৌ সুশান্ত আত্মহত্যা করেছিলেন কিনা!'সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বরা ভাস্কর জানান, '' আমরা তো আর্থিক তছরুপ নিয়ে কথা বলছি। ইডি রিয়াকে সেই নিয়েই জেরা করছে। এই সংস্থাগুলোর তো উচিৎ নীরব মোদি ও মেহুল চোকসির মত রাঘব বোয়ালদের দেশে ফিরিয়ে আনা! কিন্তু তারা কী করছে? রিয়ার সঙ্গে যা হল তা অত্যন্ত শকিং এবং লজ্জাজনক।'' ​
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Rhea Chakraborty