• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • স্কুলের স্পোর্টসে প্রথম হল সুস্মিতার মেয়ে, চোখে জল বয়ফ্রেন্ড রোহমানের

স্কুলের স্পোর্টসে প্রথম হল সুস্মিতার মেয়ে, চোখে জল বয়ফ্রেন্ড রোহমানের

Pic: Instagram

Pic: Instagram

 • Share this:

  #মুম্বই: প্রেম চলছে জমিয়ে ৷ বিশ্বসুন্দরী আর হ্যান্ডসাম মডেলের ৷ সুস্মিতা সেন আর রোহমান শলের কথা হচ্ছে ৷ তাঁদের এখন মাখো মাখো দিন চলছে ৷ সুস্মিতার পরিবার, মেয়েদের সঙ্গেও রোহমানের দারুণ কেমেস্ট্রি ৷ শুধু কী তাই? একসঙ্গে ডিনার ডেট, শরীরচর্চা, নাচা-গানা, আউটিং সবটাই করেন সুস্মিতা-রহমান ৷ গতকাল ছিল সুস্মিতার ছোট মেয়ে আলিশার স্পোর্টস ডে ৷ সেখানেও রোহমানের সঙ্গে উপস্থিত হয়েছিলেন বিশ্বসুন্দরী ৷ স্কুলের স্পোর্টসে ১০০ মিটার দৌড়ে প্রথম হয় আলিশা ৷ সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে নায়িকা লিখেছেন, ‘‘মেয়ের জন্য প্রথম আমি রোহমানের চোখে জল দেখলাম ৷’’

  এরপর আবার বাবাদের একটি ইভেন্টে মাঠে নামেন রোহমান ৷ সেখানেও প্রথম হন তিনি ৷ আবেগাপ্লুত হয়ে এবার সুস্মিতা লেখেন, ‘‘দ্যাট’স মাই ম্যান ৷’’
  First published: