হোম /খবর /বিনোদন /
নিজের প্রথম ভালবাসা’কে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন সুস্মিতা, পূর্ণ করলেন ২১ বছর

নিজের প্রথম ভালবাসা’কে জন্মদিনের শুভেচ্ছা পাঠালেন সুস্মিতা, পূর্ণ করলেন ২১ বছর

তিনি নতুন সম্পর্কে মশগুল । বয়ফ্রেন্ড রোহমান শলের বয়স সবে ২৯ । আর তিনি ৪৪ । কিন্তু লোকের ব্যঙ্গ, কটূক্তিকে থোড়াই কেয়ার করেন বঙ্গললনা ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: বয়স তাঁর যাই হোক না কেন, এখনও যেন সেই উনিশের তরুণীই তিনি। শুধু শরীরে নয়, মনের বয়সটাও যেন আটকে রেখেছেন বিশ্ব সুন্দরী, জনপ্রিয় নায়িকা, দুই কন্যাসন্তানের গর্বিত সিঙ্গল মা সুস্মিতা সেন । একাধারে স্বাধীন, স্বাবলম্বী নায়িকা, অন্য দিকে, চূড়ান্ত ব্যক্তিত্বময়ী নারী । বিয়ে না করেও দুই কন্যা সন্তানের মা তিনি । একাধিক প্রেমের গুঞ্জন, ফিসফাস, সব দূরে সরিয়ে এখন তিনি নতুন সম্পর্কে মশগুল । বয়ফ্রেন্ড রোহমান শলের বয়স সবে ২৯ । আর তিনি ৪৪ । কিন্তু লোকের ব্যঙ্গ, কটূক্তিকে থোড়াই কেয়ার করেন বঙ্গললনা ।

আজ সুস্মিতা সেনের বড় মেয়ে রেনের জন্মদিন । আর সেই উপলক্ষ্যেই গর্বিত মা শেয়ার করেছেন আদরের ‘লাডলি’র ছবি । ২০০০ সালে বড় মেয়ে রেনেকে দত্তক নেন সুস্মিতা । তখন নায়িকার নিজের বয়স মোটে ২৫ বছর । এর ১০ বছর পর আলিশাকে দত্তক নেন সুস্মিতা । আজ সেই পুঁচকে রেনে ২১ বছরে পা দিল । সুস্মিতা মেয়েকে বার্থডে উইশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন লম্বা একটি পোস্ট । মেয়ে রেনের সঙ্গে সঙ্গে আজ মা হিসাবে সুস্মিতারও ২১ বছর পূর্ণ হল । অর্থাৎ মাতৃত্বের ২১ বছর। সে কথাই নিজের পোস্টে লিখেছেন নায়িকা।

লিখেছেন, ‘‘শুভ জন্মদিন আমার প্রথম ভালবাসা । আমরা এখন ২১ । কী সুন্দর ছিল আমাদের আমাদের এই পথ চলা সোনা... এমন একটা জিনিস যা সত্যিই আমাকে ঈশ্বরের অনেক কাছে নিয়ে এসেছে । ’’

Published by:Simli Raha
First published:

Tags: Sushmita Sen