corona virus btn
corona virus btn
Loading

পায়ের ৫ আঙুলের উপর বসে রয়েছেন সুস্মিতা সেন! অবিশ্বাস্য শরীরচর্চার ছবি ভাইরাল

পায়ের ৫ আঙুলের উপর বসে রয়েছেন সুস্মিতা সেন! অবিশ্বাস্য শরীরচর্চার ছবি ভাইরাল
  • Share this:

#মু্ম্বই: জীবনকে চেটেপুটে উপভোগ করা কাকে বলে প্রাক্তন বিশ্বসুন্দরীর কাছ থেকে শিখে নিতে হয় ৷ জীবনের প্রতিটি মুহূর্তকে নিজের মতো করে এনজয় করেন সুস্মিতা সেন ৷ আর সেই ছবি, ভিডিও প্রায়ই শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় ৷ সুস্মিতা যে ফিটনেসপ্রেমী তা তো সকলেরই জানেন। এবার তিনি পোস্ট করেলেন তাঁর ওয়ার্ক আউটের ছবি ৷ অবিশ্বাস্য শরীরচর্চার ছবি তিনি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে । সেখানে দেখা যাচ্ছে, কখনও এক পায়ের ৫ আঙুলে ভর করে বসে আছেন তিনি। কখনও শুধু দু’টি পায়ের পাতার উপরে বসে অসাধারণ যোগব্যয়াম করছেন । এই বয়সেও সুস্মিতার এই ফিটনেস দেখে মুগ্ধ নেটিজেনরা ।

First published: April 17, 2020, 2:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर