• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • ‘‌ভয়ানক সময়ের মধ্যে ছিলেন সুশান্ত’, সুশান্তের জীবন নিয়ে মারাত্মক তথ্য দিলেন‌ বন্ধু স্বপ্না

‘‌ভয়ানক সময়ের মধ্যে ছিলেন সুশান্ত’, সুশান্তের জীবন নিয়ে মারাত্মক তথ্য দিলেন‌ বন্ধু স্বপ্না

 অনেকের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত, কেন এমন ভাবে মৃত্যু হল কেরিয়ারের মধ্যগগনে থাকা সুশান্তের?‌

অনেকের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত, কেন এমন ভাবে মৃত্যু হল কেরিয়ারের মধ্যগগনে থাকা সুশান্তের?‌

অনেকের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত, কেন এমন ভাবে মৃত্যু হল কেরিয়ারের মধ্যগগনে থাকা সুশান্তের?‌

 • Share this:

  #‌মুম্বই:‌ সুশান্ত সিং রাজপুতের মৃত্যু বলিউডে এক গভীর শোকের ছায়া নিয়ে এসেছে। অনেকেই এখনও মেনে নিতে পারছেন না যে সুশান্ত সিং রাজপুত বেঁচে নেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সুশান্তের আত্মার শান্তি কামনা করছেন মানুষ। কিন্তু তার মধ্যেই অনেকের মনে একটা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ক্রমাগত, কেন এমন ভাবে মৃত্যু হল কেরিয়ারের মধ্যগগনে থাকা সুশান্তের?‌

  আর তাই নিয়েই মুখ খুললেন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট স্বপ্না ভবনানি। তিনি ট্যুইটারে লিখলে, ‘‌মারাত্মক এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন সুশান্ত সিং রাজপুত। কেউ তাঁকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘‌এটা এখন সবাই জানে, শেষ কয়েকবছর ধরে এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুশান্ত সিং রাজপুত। এই ইন্ডাস্ট্রির কেউ তাঁর পাশে দাঁড়ায়নি, সাহায্যের হাত বাড়ায়নি। আর আজ একটা ট্যুইট করে দুঃখ প্রকাশ করার অর্থ কতটা ফাঁপা এই ইন্ডাস্ট্রির ভিতরটা। এখানে কেউ কারওর বন্ধু নয়। RIP’‌

  এখনও স্পষ্ট নয়, অর্থ সংকট, সম্পর্কের জটিলতা না অন্য কোনও কারণ মৃত্যু ডেকে এনেছে সুশান্তের। এখনও বোঝা যাচ্ছে না, ঠিক কী হয়েছিল তাঁর যার জন্য তিনি এই চরম সিদ্ধান্ত নিলেন। যদিও, সুশান্তের বন্ধুমহল থেকে নানারকম তথ্য বারবার উঠে আসছে।

  Published by:Uddalak Bhattacharya
  First published: