#মুম্বই: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। যে অবসাদ ধীরে ধীরে গিলে খাচ্ছিল তরতাজা প্রাণটাকে, মনের ভেতর যে উথালপাথাল যুদ্ধটা চলছিল, সেটা যে কতটা বিধ্বংসী হতে পারে, তার আঁচ পরিবার বা বন্ধুবান্ধব, কেউ-ই করতে পারেননি!
মৃত্যুর পর অনেকগুলো দিন কেটে গিয়েছে! কিন্তু আজও অগণিত ভক্তদের মন থেকে এতটুকু ফিঁকে হয়নি তরতাজা মনের, উজ্জ্বল হাসির তরুণ তুর্কি সুশান্ত সিং রাজপুত! এরমধ্যেই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে এক ব্যক্তির ভিডিও, যাঁকে দেখতে হুবহু সুশান্তের মতো! আচমকা দেখলে সুশান্ত বলে ভুল হতে বাধ্য! ব্যক্তির নাম সচিন তিওয়ারি। নেটিজেনদের অনেকেই বলছেন, সুশান্তের 'হামসকল' ! কিন্তু 'কেদারনাথ' অনুরাগীরা এই বিষয়ে একরোখা! তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সচিন তিওয়ারি সুশান্তের মত দেখতে হলেও, এসএসআর-এর জায়গা কখনও নিতে পারবেন না!
দেখুন সচিন তিওয়ারির ভিডিও--
অন্যদিকে সুশান্তের মৃত্যুতে জোরকদমে তদন্ত চলছে মুম্বই পুলিশের, জিজ্ঞাসাবাদ করছে কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের। সোমবার টানা ৩ ঘণ্টা ধরে পরিচালক সঞ্জয় লীলা বনশালিকে জিজ্ঞাসাবাদ করে বান্দ্রা থানার পুলিশ, রেকর্ড করা হয় তাঁর বয়ান, প্রকাশ্যে আসে একের পর এক তথ্য। সুশান্ত মৃত্যু তদন্তে ডিসিপি অভিষেক ত্রিমুখে এবং তাঁর টিম ৩ ঘণ্টা ধরে জেরা করেন সঞ্জয়কে।
অন্যদিকে, সুশান্তের মৃত্যু তদন্তে উঠে আসছে এক 'রহস্যময়ী' অভিনেত্রী প্রসঙ্গ। অভিনেতার মৃত্যুর পর সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে প্রকাশিত কিছু খবরকে কেন্দ্র করে জেরা করা হয় কয়েকজন সাংবাদিককে। তদন্ত চলাকালীন তাঁদের এই তথ্য কে সরবরাহ করেছে ? সূত্রের খবর, সাংবাদিকরা জানান, এক অভিনেত্রী নাকি তাঁদের এই সমস্ত খবর দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।