corona virus btn
corona virus btn
Loading

সুশান্তের ফরেন্সিক টেস্টের ভিডিও ফাঁস! চাঞ্চল্যকর কথোপকথন শোনা গেল তাতে

সুশান্তের ফরেন্সিক টেস্টের ভিডিও ফাঁস! চাঞ্চল্যকর কথোপকথন শোনা গেল তাতে

ভিডিওতে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । শুনে নিন ওই ভিডিওতে ঠিক কী বলা হয়েছে-

  • Share this:

#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা মামলায় একের পর এক রহস্যের উন্মোচন যেন হয়েই চলেছে । গতকালই সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনে মামলা দায়ের করেছেন সুশান্তের বাবা কেকে সিং । এরপর আজ ফাঁস হয়ে গেল সুশান্তের ফরেন্সিক টেস্টের একটি ভিডিও ফুটেজ । আর সেই ভিডিওতে দুই ব্যক্তির চাঞ্চল্যকর কথোপকথন এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ।

আগে থেকেই সেই ভিডিওতে বলা হচ্ছে ভিডিও লিক হয়ে যাওয়ার কথা । যারা ভিডিও করছেন তা হলে কি তারা জানতেন ভিডিও ফাঁস হবেই? কেনই বা এই ধরনের কথা বলছিলেন তাঁরা? শুনে নিন ওই ভিডিওতে ঠিক কী বলা হয়েছে-

ভিডিওতে দুই ব্যক্তিকে পরস্পরকে বলেন, ‘এই ভিডিও ফুটেজ ফাঁস হলে তা ভাল হবে না । আমাদের তদন্ত একেবারে ছারখার হয়ে যাবে ।’ এই ভিডিও প্রকাশ্যে আসার পর আবারও নানান প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে দেশবাসীর মনে । তা হলে কি কোনও তথ্য চাপা দেওয়ার চেষ্টা হয়েছে ? সুশান্তের মৃত্যুর পিছনে থাকা এই রহস্যের উন্মোচন কি আদৌ হবে ? নাকি সবটাই ধীরে ধীরে তলিয়ে যাবে বিস্মৃতির আড়ালে ।

Published by: Simli Raha
First published: July 29, 2020, 4:39 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर