#মুম্বই: আকাশের বুকে বেঁচে থাকুক তারা হয়েই ! ঠিক এরকমই ভাবনা নিয়ে সুশান্ত সিং রাজপুতের এক ফ্যান, নায়কের স্মৃতিকে উজ্জ্বল করে ধরে রাখতে আকাশের একটি তারার নাম দিলেন সুশান্ত সিং রাজপুত৷ শুধু নাম দেওয়াই নয়, রীতিমতো নায়কের নামে ফ্যান করে ফেললেন স্টার রেজিস্টার !
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল এক ট্যুইট যেখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট আপলোড করে, ফ্যান লিখলেন নায়কের সম্পর্কে আবেগঘন কথা ৷
আরও পড়ুন
ঠিক যেন বাচ্চা ! স্প্রিংয়ের বিছানায় লাফাচ্ছিলেন সুশান্ত, ভিডিও ভাইরাল
ফ্যান সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘সুশান্ত বরাবরই তারাকে ভালবাসতেন ৷ তাই সুশান্তের প্রতি সঠিক শ্রদ্ধা জানাতে তারার নামই হোক সুশান্ত ৷ এভাবেই সুশান্তের মতো প্রতিভাবান মানুষ উজ্জ্বল হয়ে থাকবে ৷’
ফ্যান শেয়ার করলেন একটি রেজিস্ট্রেশন সার্টিফিকেটও৷ যেখানে লেখা রয়েছে, ‘Stronomically verified position of RA 22.121 and Declination - 10.14 is hereby named for June 25, 2020, as Sushant Singh Rajput’
এমনিতেই সুশান্তের মৃত্যু রহস্য নিয়ে জলঘোলা চলছেই ৷ সোশ্যাল মিডিয়া নেটিজেনরা জাস্টিস ফর সুশান্ত নামে প্ল্যাটফর্মও তৈরি করেছে ৷ নায়কের প্রতি প্রেম উজাড় করে দিচ্ছেন ফ্যানেরা ৷ সেই প্রেমেরই এক নতুন দৃষ্টান্ত হল এই তারার নাম৷