• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • সুশান্তের ইনস্টাগ্রাম পোস্ট ডিলিট করা হয় ? অভিনেতার কাছের বন্ধু সন্দীপ সিংকে ঘিরে ধোঁয়াশা

সুশান্তের ইনস্টাগ্রাম পোস্ট ডিলিট করা হয় ? অভিনেতার কাছের বন্ধু সন্দীপ সিংকে ঘিরে ধোঁয়াশা

প্রয়াত অভিনেতার পারিবারিক বন্ধু নীলোৎপল ও পরিবারর দাবি সুশান্ত সিং রাজপুতের প্রযোজক বন্ধু সন্দীপ সিংকে আরও কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হোক। নীলোৎপলের দাবি, সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রামের বেশ কয়েকটি পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে

প্রয়াত অভিনেতার পারিবারিক বন্ধু নীলোৎপল ও পরিবারর দাবি সুশান্ত সিং রাজপুতের প্রযোজক বন্ধু সন্দীপ সিংকে আরও কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হোক। নীলোৎপলের দাবি, সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রামের বেশ কয়েকটি পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে

প্রয়াত অভিনেতার পারিবারিক বন্ধু নীলোৎপল ও পরিবারর দাবি সুশান্ত সিং রাজপুতের প্রযোজক বন্ধু সন্দীপ সিংকে আরও কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হোক। নীলোৎপলের দাবি, সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রামের বেশ কয়েকটি পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে

 • Share this:

  #মুম্বই: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিংহ রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ।সুশান্তের মৃত্যুতে বারবার ফিরে আসছে তাঁর শেষ ছবির ডায়ালগ, ‘সুইসাইড ইজ নট দ্য সলিউশন’! তিনি বললেন, কিন্তু নিজে মানলেন না! যে অবসাদ ধীরে ধীরে গিলে খাচ্ছিল তরতাজা প্রাণটাকে, মনের ভেতর যে উথালপাথাল যুদ্ধটা চলছিল, সেটা যে কতটা বিধ্বংসী হতে পারে, তার আঁচ পরিবার বা বন্ধুবান্ধব, কেউ-ই করতে পারেননি!

  কিন্তু কেন দানা বেঁধেছিল অবসাদ ? হতাশা ? কেরিয়ারের সমস্যা না ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তরটা নেই কারও কাছেই! নানা মুণির নানা মত! সুশান্তের মৃত্যুর পর প্রায় ২ সপ্তাহ কেটে গিয়েছে। জোরকদমে তদন্ত করছে মুম্বই পুলিশ, জিজ্ঞাসাবাদ করছে কাছের বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যদের । সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া, সুশান্তের বাবা, বোন-সহ এখনও পর্যন্ত ২৫ জনের বয়ান রেকর্ড করেছে পুলিশ। এরমধ্যেই চর্চায় উঠে এসেছে সুশান্তের বহুদিনের বন্ধু সন্দীপ সিংয়ের নাম। সন্দীপের সাইনের পরই সুশান্তের দেহ হস্তান্তর করে পুলিশ। পাশাপাশি সন্দীপের সঙ্গে 'বন্দে মাতরম' নামে একটি ছবিতে কাজও করছিলেন সুশান্ত।

  প্রয়াত অভিনেতার পারিবারিক বন্ধু নীলোৎপল ও পরিবারর দাবি সুশান্ত সিং রাজপুতের প্রযোজক বন্ধু সন্দীপ সিংকে আরও কয়েক দফায় জিজ্ঞাসাবাদ করা হোক। নীলোৎপলের দাবি, সুশান্ত সিং রাজপুতের ইনস্টাগ্রামের বেশ কয়েকটি পোস্ট ডিলিট করে দেওয়া হয়েছে। মুম্বই পুলিশকে লেখা একটি চিঠিতে নীলোৎপল অভিযোগ করেন, সুশান্তের মৃত্যুতে গত কয়েকদিনে যাঁদের দিকে আঙুল উঠেছে, তাঁদের ক্লিনচিট দিচ্ছে সন্দীপ। পাশাপাশি তিনি এও অভিযোগ করেন, সন্দীপকে চাপে রাখছে ইন্ডাস্ট্রির বড় কোনও মাথা, বি টাউনে নিজের কেরিয়ার তৈরি করতেই সন্দীপ এই সমস্ত কাজ করছেন। পুলিশের কাছে নীলোৎপলের আবেদন, সন্দীপের ফোন খতিয়ে দেখা হোক। সুশান্তের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি কিছু ডিলিট করেছেন কিনা, তাও যেন দেখা হয়।  সুশান্তের মৃত্যুর পর কাকে কাকে ফোন করেছেন সন্দীপ ? চেক করা হোক কল রেকর্ডও ।

  Published by:Rukmini Mazumder
  First published: