corona virus btn
corona virus btn
Loading

সুশান্তের মৃত্যুর পরই পোস্ট ডিলিট করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, কি ছিল পোস্টে লেখা ?

সুশান্তের মৃত্যুর পরই পোস্ট ডিলিট করলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, কি ছিল পোস্টে লেখা ?

সুশান্তের মৃত্যুর কয়েক ঘণ্টা আগেই একটি পোস্ট শেয়ার করেছিলেন প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা, সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতেই তিনি তড়িঘড়ি পোস্ট-টি ডিলিট করে দেন।

  • Share this:

#মুম্বই: ‘সুইসাইড ইজ নট দ্য সলিউশন’, সুশান্তের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ছিছোরে’র ডায়ালগ! তিনি বললেন, কিন্তু নিজে মানলেন না! বাড়িতে পড়ে রয়েছে প্রিয় টেলিস্কোপ, তারাদের ভালবেসে তারাদের কাছেই চলে গেলেন নায়ক! পরিবার, প্রতিবেশী, বন্ধু, সহকর্মীদের প্রায় কেউই আঁচ করতে পারলেন না, তাঁর মনের ভিতর কী উথালপাথাল ঝড় উঠেছে... অভিমান ? হতাশা ? অবসাদ? সম্পর্কের টানাপোড়েন ? সঠিক উত্তর কারওরই জানা নেই...

এরমধ্যেই সামনে এল সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের একটি পোস্ট। সুশান্তের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে পোস্টটি করেছিলেন অঙ্কিতা। সুশান্তের মৃত্যুর খবর জানাজানি হতেই পোস্টটি ডিলিট করে দেন। এই পোস্টটি ঘিরেই শুরু হয়েছে জল্পনা। কারণ পোস্টটির বিষয়। একটি বইয়ের পাতা পোস্ট করেছিলেন অঙ্কিতা, তাতে লেখা ছিল, '' ঈশ্বর আমাদের জীবন থেকে মানুষকে সরিয়ে নেয় কারণ তিনি সেই সমস্ত কথা শুনতে পারেন, যা আমরা পারিনা'!''

এই পোস্টটার কয়েক ঘণ্টা পরেই প্রকাশ্যে আসে সুশান্তের মৃত্যুর খবর আর তারপরই পোস্টটি ডিলিট করে দেন অঙ্কিতা! আচমকা তিনি কেন এরকম একটা পোস্ট করেছিলেন ? পুরোটাই কি কাকতালিয় ? ঘনিয়েছে ধোঁয়াশা!

Published by: Rukmini Mazumder
First published: June 16, 2020, 7:50 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर