#মুম্বই: মাত্র ৩৪ বছর বয়সে চলে গেলেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। সুশান্তের মৃত্যুতে বারবার ফিরে আসছে তাঁর শেষ ছবির ডায়ালগ, ‘সুইসাইড ইজ নট দ্য সলিউশন’! তিনি বললেন, কিন্তু নিজে মানলেন না! যে অবসাদ ধীরে ধীরে গিলে খাচ্ছিল তরতাজা প্রাণটাকে, মনের ভেতর যে উথালপাথাল যুদ্ধটা চলছিল, সেটা যে কতটা বিধ্বংসী হতে পারে, তার আঁচ পরিবার বা বন্ধুবান্ধব, কেউ-ই করতে পারেননি!
সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিটাউন উত্তাল হয়ে উঠেছে স্বজনপোষণ বা নেপোটিজম নিয়ে! অনেকেরই দাবি, স্বজনপোষণের কারণেই হয়তো আত্মহননের পথ বেছে নিয়েছিলেন সুশান্তের মত একজন প্রতিভাবান তারকা। এ বার নেপোটিজমের অনুপাত মাপতে সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি লঞ্চ করতে চলেছেন ‘নেপোমিটার’। ট্যুইটারে সে'কথা জানান বিশাল নিজেই।
Created by my brother @mayureshkrishna in the memory of my brother in law @itsSSR https://t.co/sNSSJfQjy5
— vishal kirti (@vikirti) June 25, 2020
কী এই নেপোমিটার ? এটি একটি প্ল্যাটফর্ম যেখানে বলিউডের ছবি ও সিরিয়ালের গুণগতমান বিচার করা হবে। প্রজেক্টের কাস্ট ও ক্রু-এর ওপর নির্ভর করে রেটিং করা হবে সেটি স্বাধীন না নেপোইসটিক প্রজেক্ট।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Nepometer, Nepotism, Sushant singh Rajput