#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে ভেঙে পড়েছেন তাঁর প্রিয় বন্ধু মহেশ শেঠি। অভিনেতার মৃত্যুর পর তিনি জানিয়েছিলেন, সুশান্ত অনেক দিন ধরেই ডিপ্রেশনের ওষুধ খাওয়া বন্ধ করেছিল। বন্ধুকে ছাড়া ভাল নেই তিনি। সব সময় কান্না পাচ্ছে। আর কখনও কথা হবে না সুশান্তের সঙ্গে তা ভাবতেই পারছেন না মহেশ।
মহেশ সোশ্যাল মিডিয়ায় সুশান্তকে লিখলেন মনের কথা। তিনি লিখেছেন, "জীবনের একটা সময় এমন কোনও বন্ধু জুটে যায়, যাকে ছাড়া বাঁচা যায় না। আমারা আলাদা মায়ের সন্তান হলেও একজন আর একজনের ভাই ছিলাম। এভাবে তুমি চলে যাবে আমি জানতাম না। কত কথা, কত আড্ডা দিয়েছি। তোমার সিনেমা হলে গিয়ে দেখে আমি গর্ব অনুভব করেছি। একবার তো আমাকে বলতে পারতে কি কষ্ট হচ্ছিল তোমার। এত কথা হত, একবার সেদিন আমায় বলতে পারলে না। আমি জানি তুমি তারাদের ভালবাসতে। রোজ রাতে আমি তারাদের মধ্যে তোমাকেই খুঁজবো।" এই পোস্ট শেয়ার হতেই ভাইরাল হয়। সকলে মহেশকে মন শক্ত করতে বলছেন। তবে মহেশ কিছুতেই মেনে নিতে পারছেন না বন্ধুর এভাবে চলে যাওয়া। কেন তাঁকে একা করে চলে গেল সুশান্ত, এই প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাঁকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।