Home /News /entertainment /
২০২১ বিয়ের কথা ছিল! মা হারা ছেলে নিজের পছন্দের জীবনসঙ্গী বাছুক চাইতেন সুশান্তের বাবা

২০২১ বিয়ের কথা ছিল! মা হারা ছেলে নিজের পছন্দের জীবনসঙ্গী বাছুক চাইতেন সুশান্তের বাবা

Sushant Singh Rajput Marriage Plan

Sushant Singh Rajput Marriage Plan

অঙ্কিতাকে খুব ভাল করে চিনতেন, কিন্তু রিয়ার কথা শোনেননি এবং তাঁকে দেখেননি৷ বলছেন সুশান্তের বাবা৷ মা হারা ছেলের বিয়ে নিয়ে অনেক স্বপ্ন ছিল পরিবারের৷

 • Share this:

  #মুম্বই: ছেলে নেই৷ তবে সর্বক্ষণ মনে পড়ছে ছেলের কথা৷ ধীরে ধীরে সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলছেন সুশান্তের বাবা কেকে সিং৷ তিনি জানাচ্ছেন যে, ছোটবেলায় সুশান্ত সব কথা পরিবারের সঙ্গে ভাগ করতেন৷ তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা কমেছিল এবং ইদানিং পরিবারের সঙ্গে নিজের জীবনের কথা কমই ভাগ করতেন প্রয়াত অভিনেতা৷

  তবে বিয়ের ব্যাপারে পরিবারের সঙ্গে কথা হয়েছিল৷ সুশান্ত চেয়েছিলেন ২০২১-এ বিয়ে করতে৷ বলেছিলেন যে ২০২১ ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিয়ে করবেন৷ কারণ বর্তমানে করোনার প্রকোপ চলছে৷ এর মধ্যে বিয়ে সম্ভব নয়৷ এরপর তাঁর নতুন একটি ছবিতে কাজ করার কথা ছিল৷ তাই এই বছর বিয়ের কোনও পরিকল্পনা ছিল না সুশান্তের৷ পরের বছরই বিয়ের জন্য একপ্রকার মনস্থির করেছিলেন৷ অন্তত বাবাকে সে কথাই জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা৷ বাড়ি থেকে সবসময় তাঁকে বলা হত, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে৷ জানিয়েছেন কেকে সিং৷

  অঙ্কিতাকে খুব ভাল করে চিনতেন সুশান্তের বাবা৷ শুধু মুম্বই নয়, সুশান্তের পটনার বাড়িও গিয়েছিলেন অঙ্কিতা৷ ধারাবাহিক পবিত্র রিস্তা থেকে একে অপরকে চেনেন দু’জনে৷ সেখান থেকেই হয় প্রেম৷ দীর্ঘ ৬ বছর একসঙ্গেই ছিলেন তাঁরা৷ কিন্তু তারপর সেই প্রেম ভাঙে৷ এরপর সুশান্তের জীবনে অনেক প্রেমিকা এসেছেন৷ তবে কোনও প্রেম বেশিদিন টেকেনি৷ মৃত্যুর আগে রিয়ার সঙ্গে তাঁর প্রেম চলছিল৷ কিন্তু রিহার কথা শোনেননি সুশান্তের বাবা৷ রিয়ার সঙ্গে দেখাও হয়নি৷ কিন্তু কেকে সিং জানিয়েছেন যে সুশান্তের শেষকৃত্যের সময় কৃতী শ্যানন এসে তাঁর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং সুশান্তের প্রসংশা করেন৷

  Published by:Pooja Basu
  First published:

  Tags: Sushant singh Rajput

  পরবর্তী খবর