#মুম্বই: ছেলে নেই৷ তবে সর্বক্ষণ মনে পড়ছে ছেলের কথা৷ ধীরে ধীরে সংবাদমাধ্যমের সামনেও মুখ খুলছেন সুশান্তের বাবা কেকে সিং৷ তিনি জানাচ্ছেন যে, ছোটবেলায় সুশান্ত সব কথা পরিবারের সঙ্গে ভাগ করতেন৷ তবে বড় হওয়ার সঙ্গে সঙ্গে তা কমেছিল এবং ইদানিং পরিবারের সঙ্গে নিজের জীবনের কথা কমই ভাগ করতেন প্রয়াত অভিনেতা৷
তবে বিয়ের ব্যাপারে পরিবারের সঙ্গে কথা হয়েছিল৷ সুশান্ত চেয়েছিলেন ২০২১-এ বিয়ে করতে৷ বলেছিলেন যে ২০২১ ফেব্রুয়ারি-মার্চ নাগাদ বিয়ে করবেন৷ কারণ বর্তমানে করোনার প্রকোপ চলছে৷ এর মধ্যে বিয়ে সম্ভব নয়৷ এরপর তাঁর নতুন একটি ছবিতে কাজ করার কথা ছিল৷ তাই এই বছর বিয়ের কোনও পরিকল্পনা ছিল না সুশান্তের৷ পরের বছরই বিয়ের জন্য একপ্রকার মনস্থির করেছিলেন৷ অন্তত বাবাকে সে কথাই জানিয়েছিলেন প্রয়াত অভিনেতা৷ বাড়ি থেকে সবসময় তাঁকে বলা হত, নিজের পছন্দের মেয়েকে বিয়ে করতে৷ জানিয়েছেন কেকে সিং৷
অঙ্কিতাকে খুব ভাল করে চিনতেন সুশান্তের বাবা৷ শুধু মুম্বই নয়, সুশান্তের পটনার বাড়িও গিয়েছিলেন অঙ্কিতা৷ ধারাবাহিক পবিত্র রিস্তা থেকে একে অপরকে চেনেন দু’জনে৷ সেখান থেকেই হয় প্রেম৷ দীর্ঘ ৬ বছর একসঙ্গেই ছিলেন তাঁরা৷ কিন্তু তারপর সেই প্রেম ভাঙে৷ এরপর সুশান্তের জীবনে অনেক প্রেমিকা এসেছেন৷ তবে কোনও প্রেম বেশিদিন টেকেনি৷ মৃত্যুর আগে রিয়ার সঙ্গে তাঁর প্রেম চলছিল৷ কিন্তু রিহার কথা শোনেননি সুশান্তের বাবা৷ রিয়ার সঙ্গে দেখাও হয়নি৷ কিন্তু কেকে সিং জানিয়েছেন যে সুশান্তের শেষকৃত্যের সময় কৃতী শ্যানন এসে তাঁর সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং সুশান্তের প্রসংশা করেন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput