#মুম্বই: ৪ দিদির আদরের ছোট ভাই৷ বাড়িতে চিরকালই সকলের প্রিয় ছিলেন সুশান্ত৷ তারপর বলিউডে ভাইয়ের সাফল্য দিদিদের বুক গর্বে ভরিয়ে দিয়েছিল৷ বলি অভিনেতা হিসেবে ব্যস্ত থাকতেন সুশান্ত৷ একসঙ্গে সময় কাটানোর সুযোগ খুব বেশি থাকত না তাঁর৷ কিন্তু যখনই তিনি থাকতেন দিদিদের মাঝে, তখনই যেন কোনও উৎসব শুরু হত৷ ভাই ছিল তাঁদের চোখের মণি! সুশান্তের অভিনীত মহেন্দ্র সিং ধোনি ছবিটি নিয়ে খুবই উচ্ছ্বসিত ছিলেন তাঁর দিদিরা৷ সুশান্তের মৃত্যুর পর থেকেই তাঁর অনেক ভিডিও ভাইরাল হয়েছে৷ এমনই পারিবারিক একটি ভিডিও ফের ভাইরাল হয়েছে যেখানে ভাইকে ধোনি রূপে পর্দায় দেখা যাবে ভেবেই আনন্দ আত্মহারা হয়েছেন তাঁর চার দিদি!
উল্লেখ্য, গতকাল, শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ এবং তারপর থেকেই বিভিন্ন ভাবে তিনি খবরের শিরোনামে৷ তাঁর কেরিয়ার নিয়ে যেমন কথা হচ্ছে তেমনই কথা হচ্ছে তাঁর আগামিদিনের পরিকল্পনা নিয়ে৷ অন্য দিকে ধোনির অবসর নিয়ে বিভিন্ন মহল থেকে উঠে আসছে নানান প্রতিক্রিয়া৷ অনেকেই চর্চা করছেন, মনে করছেন সুশান্তকে। জানতে চাইছেন, আজ সুশান্ত বেঁচে থাকলে কী প্রতিক্রিয়া দিতেন তিনি? কারণ ধোনির বায়োপিকে তিনিই পর্দায় অবিকল হয়ে উঠেছিলেন এমএসডি (MSD)৷ সকলে তাঁর সেই অভিনয় খুবই পছন্দ করেছিলেন৷ সর্বোপরি তাঁকে এই চরিত্রে দেখে ধোনিও মুগ্ধ হয়েছিলেন৷ ধোনির বিভিন্ন শট হুবহু পর্দায় তুলে ধরেছিলেন সুশান্ত৷
দর্শক এবং সুশান্ত ভক্তরা যেমন তাঁর এই চরিত্রে দেখার জন্য অপেক্ষায় ছিলেন৷ তেমনই সুশান্তকে ধোনি হিসেবে পর্দায় দেখতে অধীর অপেক্ষায় ছিলেন তাঁ দিদিরা৷ সম্ভবত ছবি মুক্তির আগে একটা সময় সব ভাইবোন একসঙ্গে হয়েছিলেন৷ সেখানে ভাইকে ঘিরে দিদিদের উচ্ছ্বাস নজরে এসেছে৷ তবে সেই ভিডিও দেখে এখন চোখে জল আসছে সকলের৷ এখন তাঁদের সামনে শুধু একটাই লড়াই, সুশান্তের মৃত্যুর সঠিক কারণ সামনে নিয়ে আসা৷
আরও পড়ুন আন্তর্জাতিক ক্রিকেটে অবসর ১৫ অগাস্ট '১৯.২৯' মিনিটে! কেন এই সময়টাই বাছলেন ধোনি?
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।