• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • প্রয়াত পর্দার ধোনি সুশান্ত সিং রাজপুত, শোকস্তব্ধ বিরাট কোহলি থেকে সানিয়া মির্জা

প্রয়াত পর্দার ধোনি সুশান্ত সিং রাজপুত, শোকস্তব্ধ বিরাট কোহলি থেকে সানিয়া মির্জা

অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত৷ চলছিল চিকিৎসা৷ তার পরেও জীবনের কাছ হার স্বীকার করে নিয়েছেন তিনি৷ সুশান্তের তবু চিকিৎসা শুরু হয়েছিল, কিন্তু এ দেশে হয়তো এমন অসংখ্য মানুষ আছেন, যাঁরা মানসিক অবসাদে ভুগলেও তা ধরাই পড়ে না৷ নিজেদের মানসিক যন্ত্রণা, হতাশার কথা অনেকে মুখ ফুটে বলতেই পারেন না৷ চিকিৎসা করা বা কাউন্সেলিং শুরু করার সুযোগই আসে না তাঁদের সামনে৷

অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সুশান্ত সিং রাজপুত৷ চলছিল চিকিৎসা৷ তার পরেও জীবনের কাছ হার স্বীকার করে নিয়েছেন তিনি৷ সুশান্তের তবু চিকিৎসা শুরু হয়েছিল, কিন্তু এ দেশে হয়তো এমন অসংখ্য মানুষ আছেন, যাঁরা মানসিক অবসাদে ভুগলেও তা ধরাই পড়ে না৷ নিজেদের মানসিক যন্ত্রণা, হতাশার কথা অনেকে মুখ ফুটে বলতেই পারেন না৷ চিকিৎসা করা বা কাউন্সেলিং শুরু করার সুযোগই আসে না তাঁদের সামনে৷

ট্যুইটার, ফেসবুক, ইনস্টা ছেয়ে গিয়েছে শোকবার্তায় ৷

 • Share this:

  #মুম্বই: একমুহূর্তে থমকে গিয়েছে বলিউড ৷ এরকম মর্মান্তিক খবরে বাক্যিহারা সকলে ৷ রবিবারের সকাল সকাল প্রত্যেককে নাড়িয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ এখনও যেন বলিউড বিশ্বাস করতে পারছে না বি-টাউনের এমএস ধোনি আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের এমন পরিণতিতে হতবাক সকলে৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি৷ ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷ ট্যুইটার, ফেসবুক, ইনস্টা ছেয়ে গিয়েছে শোকবার্তায় ৷ শুধু অভিনয় জগৎ নয়, সুশান্তের মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎও। ধোনির বায়োপিকে সুশান্তের অভিনয় মন কেড়েছে সকলের। বিরাট কোহলি থেকে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার, সবাই ট্যুইট করে শোক প্রকাশ করে যাচ্ছেন।

  সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর পেয়ে ট্যুইট করেছেন বিরাট কোহলি। লিখেছেন, 'সুশান্ত সিং রাজপুত সম্পর্কে শুনে হতবাক। এটা মেনে নেওয়া খুব কঠিন। তাঁর আত্মার শান্তি কামন শান্তি কামনা করি। ঈশ্বর তাঁর পরিবার এবং বন্ধুদের সমস্ত শক্তি দান করুন।

  শচীন টেন্ডুলকার লিখেছেন, 'প্রচণ্ড শকড হয়েছি এই অমূল্য জীবন শেষ হওয়ার সংবাদে। ওর মতো একজন তরুণ মেধাবী অভিনেতা.... সুশান্তর পরিবার এবং বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও সুশান্ত।'

  ট্যুইট করেছেন রবি শাস্ত্রীও, তিনি লেখেন, 'সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক মৃত্যুতে আমি হতবাক। প্রতিশ্রুতি ও সম্ভাবনা নিয়ে ভেসে ওঠা জীবন হঠাৎ করেই শেষ হয়ে গেল। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা।'

  বীরেন্দ্র সেওয়াগ লেখেন, 'জীবনে কখন কী হয় আমরা জানি না, আমরা বুঝতেও পারি না। দয়াশীল হয়। সুশান্ত সিং রাজপুত ওম শান্তি

  ট্যুইট করেছেন অনিল কুম্বলে, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, অজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, হরভজন সিং, ভিভিএস লক্ষ্মণও।

  ডেভিড ওয়ার্নারও ট্যুইট করেছেন, 'খুব খুব কষ্ট পেয়েছি এই খবর শুনে। শান্তিতে ঘুমাও সুশান্ত সিং রাজপুত।'

  ট্যুইটে শোক প্রকাস করেছেন সানিয়া মির্জা, বিজেন্দ্র সিং

  Published by:Ananya Chakraborty
  First published: