হোম /খবর /বিনোদন /
মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে ইন্টারনেটে নিজেকে খুঁজছিলেন সুশান্ত!

মৃত্যুর ঠিক কিছুক্ষণ আগে ইন্টারনেটে নিজেকে খুঁজছিলেন সুশান্ত...বেরল চাঞ্চল্যকর তথ্য!

গুগলে ‘সুশান্ত সিং রাজপুত’ লিখে সার্চ করেন তিনি । তখন সকাল ১০টা ১৫ বাজে । এর কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যা করেন সুশান্ত ।

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: চাঞ্চল্যকর তথ্য উঠে এল সুশান্তের মৃত্যুর তদন্ত করতে গিয়ে । প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট থেকে পুলিশ জানতে পেরেছে, মৃত্যুর ঠিক আগেই তিনি গুগলে নিজের সম্বন্ধে লেখা কয়েকটি আর্টিকল পড়েন । গুগলে ‘সুশান্ত সিং রাজপুত’ লিখে সার্চ করেন তিনি । তখন সকাল ১০টা ১৫ বাজে । এর কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যা করেন সুশান্ত ।

সুশান্তের মৃত্যু রহস্য ভেদ করতে জোরকদমে ময়দানে নেমেছে মুম্বই পুলিশ । ইতিমধ্যেই ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে । তবে গোটা দেশ জুড়ে সুশান্তের মৃত্যুর তদন্তভার সিবিআই-এর হাতে ছেড়ে দেওয়ার দাবি উঠছে । গত ১৪ জুন নিজের বান্দ্রার ফ্ল্যাটে আত্মহত্যা করেন ৩৪ বছরের সুশান্ত । কিন্তু ‘স্বাভাবিক’ একটা প্রতিভাবান ছেলের এ রকম আকস্মিক মৃত্যুর ঘটনা মানতে পারছেন না কেউই । সুশান্তের মৃত্যু আসলে খুন, নাকি আত্মহত্যা নাকি আত্মহত্যায় প্ররোচনা... তা নিয়েই এখনও বিস্তর প্রশ্নের উত্তর খোঁজা বাকি ।

Published by:Simli Raha
First published:

Tags: Google, Internet, Sushant singh Rajput