#মুম্বই: গতকাল ১৪ অগাস্ট ২ মাস হল চলে গিয়েছেন সুশান্ত সিং রাজপুত! আজও সুশান্ত অনুরাগীরা মেনে নিতে পারছেন না, তাঁদের প্রিয় অভিনেতা আর নেই! প্রতি মুহূর্তে সোশভাল মিডিয়া উপচে পড়ছে সুশান্তের পুরনো ছবি, ভিডিওতে! এবার 'গলি বয়'- এর জনপ্রিয় চরিত্র 'এম সি শের' ওরফে সিদ্ধান্ত চতুর্বেদী পোস্ট করলেন সুশান্তের সঙ্গে তাঁর কলেজ জীবনের একটি পুরনো ভিডিও।
ভিডিওতে দেখা যাচ্ছে, সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে 'চিকনি চামেলি' গানে নাচছেন সুশান্ত। পিছনে দাঁড়িয়ে আছেন জ্যাকলিন ফার্নান্ডে। ''তখন কলেজে পড়ি, বি কম-এর সঙ্গে 'ইউজুয়াল কম্বো' চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি পড়ছিলাম। সেই সময় একটি ন্যাশনাল ট্যালেন্ট হান্ট-এ অংশ নেই। প্রতিযোগিতায় আমি জিতেছিলাম, কিন্তু নেচেছিলাম আমরা দু'জনে... এরপরই আমার আত্মবিশ্বাস বেড়ে যায়। উফফফ... সেই রাতে আমি, আমার পরিবারের কেউ ঘুমাতে পারিনি। আমার নাম ধরে স্টেজে দাকা হয়েছিল, তাও ডেকেছিলেন কে ? খোদ সুশান্ত সিং রাজপুত, ওয়াহ !''
দেখুন সুশান্ত আর সিদ্ধান্তের তুমুল নাচ--
সিদ্ধান্ত আরও লেখেন, '' মা-বাবারও মনে হয়েছিল, ছেলের মধ্যে নিশ্চয়ই প্রতিভা আছে। তারপরই ভাবলাম, সিএ ছেড়ে হিরো হওয়ার চেষ্টা করি। অনুমতিও পেয়ে গেলাম। আমার প্রথম জয় আমার শুরুটাই! আজকালও ঘুম আসে না, এই ভিডিওটা হাজারবার দেখি, ভাবি শেয়ার করব কি না ? তারপর ভাবলাম, দুই ভায়ে উত্তাল নেচেছি, শেয়ার করনা তো বনতা হ্যায় গুরু!''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput