#মুম্বই: সুশান্ত সিং-এর মৃত্যুতে এবার মুখ খুললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত৷ বেশ কিছু প্রশ্ন তুললেন তিনি এই মৃত্যু নিয়ে৷ সঞ্জয়ের বক্তব্য সুশান্তের মৃত্যুর কারণ হতাশা৷ অনেক পরিচালক বলছেন যে, তারা এই বিষয়টি জানতেন৷ তাহলে তারা কেন সুশান্তকে বাঁচাতে যাননি? সরাসরি প্রশ্ন সঞ্জয়ের৷ সুশান্তের মৃত্যুর খবর বারবার সম্প্রচার করা হচ্ছে৷ কিন্তু নবি মুম্বইয়ে চাকরি খুইয়ে যে তরুণের মৃত্যু হয়েছে, সে বিষয় কেউই কথা বলছেন না৷ এমনকি সেই নিয়ে খবরও হচ্ছে না৷ আসলে সুশান্তের মৃত্যু নিয়ে একপ্রকার প্রচার হচ্ছে, এই মৃত্যুতেও মার্কেটিং হচ্ছে বলে অভিযোগ সঞ্জয়ের৷
সুশান্তের মৃত্যুতে বলিউডের কর্মকাণ্ড নিয়ে অনেক প্রশ্ন উঠেছে৷ তবে এই বলিউডই সুশান্তকে পরিচিতি দিয়েছিল, বলছেন সঞ্জয়৷ তাঁর কথায় অনেক অভিনেতা রয়েছেন যারা নিজেদের মেহনতে এবং কাজের যোগ্যতায় বলিউডে টিকে রয়েছেন৷ এই প্রসঙ্গে তিনি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির নাম উল্লেখ করেন৷ তিনি আরও বলেন, শুধুমাত্র পরিবার বা খ্যাতি দিয়ে ছবি চলে না৷ তা হলে শাহরুখ-সলমনের ছবি ফ্লপ হত না৷
সুশান্তের ছবি ধোনি তাঁর খুব ভাল লেগেছিল৷ বালাসাহেব ঠাকরেকে নিয়ে ছবি তৈরির পর দলের ইচ্ছে ছিল জর্জ ফার্নান্ডেজকে নিয়ে ছবি তৈরির৷ সেই চরিত্রে সুশান্তের কথা ভাবা হয়েছিল৷ জানিয়েছেন সঞ্জয়৷
সুশান্তের মৃত্যুতে অন্যান্য অভিনেতা এবং সুশান্তের বন্ধুদের যেভাবে ডেকে পাঠানো হচ্ছে সেটাও কাঙ্খিত নয়৷ তাঁর বান্ধবী বা প্রাক্তনদের নিয়েও হচ্ছে ব্যাপক চর্চা৷ যেভাবে সুশান্তের মৃত্যুর পর একের পর এক খবর হচ্ছে, প্রচুর লেখালিখি হচ্ছে, তা নিয়েও মন্তব্য করেছেন শিবসেনা নেতা৷
দলের মুখপত্রে সঞ্জয় লিখেছেন যে, 'সুশান্তের মৃত্যুতে একধরণের সাইড এফেক্টস তৈরি হয়েছে৷ আগে ছবিতে স্পেশাল এফেক্ট থাকত, এখন শুরু হয়েছে সুশান্ত এফেক্ট৷ কারও মৃত্যুর পর তাঁরা আত্মার শান্তি কামনা করা উচিৎ, মৃত ব্যক্তিকে নিয়ে কাটাছেঁড়া নয়৷ এরফলে মৃত্যুর পরও সুশান্তের আত্মা হতাশাগ্রস্ত হবে৷ এসব বন্ধ হোক'৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Sushant singh Rajput