#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে জেরা, অভিনেত্রীকে তলব করতে চলেছে মুম্বই পুলিশ। সূত্রের খবর, গত মাসেই কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে বান্দ্রা পুলিশ, কিন্তু অভিনেত্রী হিমাচল প্রদেশে, তাই কঙ্গনার এক কর্মচারীর হাতে নোটিশটি দিয়ে আসে পুলিশ।
কেন আত্মহননের পথ বেছে নিলেন সুশান্ত সিং রাজপুত? কঙ্গনা কি এই ব্যাপারে বিষদে কোনও তথ্য জানেন ? অভিনেতাকে কেউ বা কারা কি বাধ্য করেছিল আত্মহত্যায় ? কেউ কি তাঁর কেরিয়ার বা ইমেজ নষ্ট করতে উঠেপড়ে লেগেছিল ? সুত্রের খবর, এই সংক্রান্ত বিষয়েই কঙ্গনাকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ।
জোরকদমে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত চালাচ্ছে বান্দ্রা পুলিশ। ইতিমধ্যেই অভিনেতার পরিবার, কাছের মানুষ, বন্ধু-বান্ধব, সহকর্মী এমনকী বলিউডের বেশ কয়েকজন হেভিওয়েটদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। স্টেটমেন্ট নেওয়া হয়েছে সুশান্তের চিকিৎসকেরও। এবার তদন্তকারীরা সেই সব মানুষকেও জেরা করতে চান যাঁরা সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় নানা ভাবে সরব হয়েছেন, নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kangana Ranaut