• Home
 • »
 • News
 • »
 • entertainment
 • »
 • মাঞ্জা থেকে মাখনা, সুশান্ত সিং রাজপুতের তালে তাল মিলিয়ে যেসব গানে নেচে ওঠে মন

মাঞ্জা থেকে মাখনা, সুশান্ত সিং রাজপুতের তালে তাল মিলিয়ে যেসব গানে নেচে ওঠে মন

সুশান্ত সিং রাজপুতের তালে তাল মিলিয়ে যেসব গানে নেচে ওঠে মন, দেখে নিন

সুশান্ত সিং রাজপুতের তালে তাল মিলিয়ে যেসব গানে নেচে ওঠে মন, দেখে নিন

সুশান্ত সিং রাজপুতের তালে তাল মিলিয়ে যেসব গানে নেচে ওঠে মন, দেখে নিন

 • Share this:
  একমুহূর্তে থমকে গিয়েছে বলিউড ৷ এরকম মর্মান্তিক খবরে বাক্যিহারা সকলে ৷ রবিবারের সকাল সকাল প্রত্যেককে নাড়িয়ে দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর ৷ এখনও যেন বলিউড বিশ্বাস করতে পারছে না বি-টাউনের এমএস ধোনি আর নেই ৷ সুশান্ত সিং রাজপুতের এমন পরিণতিতে হতবাক সকলে৷ পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন তিনি৷ ঠিক কী কারণে অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্নহত্যা করেছেন, তা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে ৷ পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ৷ প্রাথমিক তদন্তে, ঘর থেকে পাওয়া গিয়েছে অভিনেতার মেডিক্যাল রিপোর্ট ৷ রিপোর্ট অনুযায়ী, গভীর মানসিক অবসাদে ভুগছিলেন সুশান্ত ৷ এটাই কী আত্মহত্যার কারণ? খতিয়ে দেখছে মুম্বই পুলিশ ৷ ট্যুইটার, ফেসবুক, ইনস্টা ছেয়ে গিয়েছে শোকবার্তায় ৷ দেখে নিন তাঁর কিছু জনপ্রিয় গানগুলি: ২০১৩ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি 'কাই পো চে'-এর গান মাঞ্জা। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত সিং রাজপুত
  ২০১৩ তেই পরিণীতি চোপড়ার সঙ্গে রোমান্টিক ছবি শুদ্ধ দেশি রোমান্স রিলিজ করে, সেই ছবির গান গুলাবি
  সুশান্তের কেরিয়ারের পুরো দিশা বদলে দিয়েছিল যে ছবি তা এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি ৷
  প্রেমের কাহিনিকে কেন্দ্র করে তৈরি রাবতা ছবি।
  ২০১৮ সালে ছবি কেদারনাথে সারা আলি খান সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিষেক ঘটান
  করণ জোহরের ছবি ড্রাইভ ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয় ৷ এটিই সুশান্তের রিলিজ হওয়া শেষ সিনেমা৷
  ২০১৩ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি 'কাই পো চে'-এর গান মাঞ্জা। এই ছবি দিয়ে বলিউডে পা রাখেন সুশান্ত সিং রাজপুত
  Published by:Ananya Chakraborty
  First published: