#মুম্বই: ২ মাস হয়ে গেল চলে গিয়েছেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত। আত্মহত্যা ? খুন ? নাকি রয়েছে অন্য কোনও চক্রান্ত ? সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে সিবিআই! তরতাজা এই তরুণ তুর্কির আকস্মিক মৃত্যু মানতে পারেনি গোটা দেশ! সুবিচারের দাবিতে বারবার সরব হয়েছে আসমুদ্র হিমাচল! সুশান্ত অনুরাগীরা এখনও মেনে নিতে পারেননি তাঁদের প্রিয় অভিনেতা আর নেই! প্রতিদিন, প্রতিটা মূহূর্তে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে সুশান্তের পুরনো ছবি, ভিডিও!
আজ, ১৪ আগস্ট সুশান্তের মৃত্যুর ২ মাস পার হল। এদিন প্রকাশ্যে এল অভিনেতার শেষ জন্মদিন সেলিব্রেশনের ছবি, ভিডিও। ২১ জানুয়ারি, ২০২০...অভিনেতার শেষ জন্মদিন... পরিবারের সঙ্গেই দিনটা ফূর্তি করে কাটিয়েছিলেন সুশান্ত সিং রাজপুত! ভাইয়ের জন্মদিনে আনন্দে মাতোয়ারা দিদিরা! ভিডিওতে দেখা যাচ্ছে, সুশান্তের দুই দিদি নীতু (রানি দি) ও মিতু সিং ভাইয়ের সঙ্গে মজা-খুনসুটই করছেন। কে জানত, সেটাই ছিল সুশান্তের শেষ জন্মদিন ?
দেখুন সুশান্তের শেষ জন্মদিনের ভিডিও--On his last birthday, #SushantSinghRajput was with his sisters and other family members pic.twitter.com/dwd1SKKTTo
— Zee News English (@ZeeNewsEnglish) August 14, 2020
যত দিন এগচ্ছে, জটিল হয়ে উঠছে সুশান্তের মৃত্যু তদন্ত। সামনে আসছে চাঞ্চল্যকর বহু তথ্য! সম্প্রতি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সুশান্তের চিকিৎসক ও পারিবারিক বন্ধু ডঃ বিপিন কৌশল জানালেন, '' জীবনীশক্তিতে ভরপুর ছিলেন সুশান্ত। পরিবার ছিল ওর প্রাণ, সবসময় পরিবারের ভালর কথা চিন্তা করত। সুশান্ত তো সবসময় নিজের ভবিষ্যত নিয়ে ভাবত... তাহলে এমনটা হল কেন? নিশ্চয়ই কোনও বড় পরিবর্তন ঘটেছিল ওর জীবনে। এর সঠিক তদন্ত হওয়া দরকার, সুবিচার ওর প্রাপ্য।''
ডঃ. বিপিন কৌশল জানান, ' সুশান্তের আকস্মিক মৃত্যুতে ওর পরিবার বিধ্বস্ত! মানসিক ভাবে চুরমার হয়ে পড়েছে! ওদের জীবন এক লহমায় পুরো বদলে গেল! পরিবারের প্রত্যেকে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অনেকে সুশান্তের পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন, যা খুবই দুর্ভগ্যজনক।' তিনি আরও জানান, ' সুশান্তের আকস্মিক মৃত্যুতে ওর পরিবার বিধ্বস্ত! মানসিক ভাবে চুরমার হয়ে পড়েছে! ওদের জীবন এক লহমায় পুরো বদলে গেল! পরিবারের প্রত্যেকে ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছেন। এরই মধ্যে অনেকে সুশান্তের পরিবার সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন, যা খুবই দুর্ভগ্যজনক। এই মৃত্যু নিয়ে রাজনীতি না করে কোনও স্বাধীন সংস্থার হাতে তদন্তভার দেওয়া উচিৎ।''