Home /News /entertainment /
'সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের প্রয়োজন নেই' ,স্পষ্ট জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার

'সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের প্রয়োজন নেই' ,স্পষ্ট জানিয়ে দিল মহারাষ্ট্র সরকার

সুশান্তের মৃত্যুর পর তাঁর চার্টার রোডের ফ্ল্যাট থেকে ওই চিকিৎসকেরই প্রেসক্রিপশন উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই জানা যায়, সম্প্রতি অবসাদে ভুগছিলেন অভিনেতা, জানুয়ারি মাস থেকে চিকিৎসকের পরামর্শও নিচ্ছিলেন। তাঁকে দেওয়া হয়েছিল অবসাদ কাটানোর ওষুধ। এবার সেই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ।

সুশান্তের মৃত্যুর পর তাঁর চার্টার রোডের ফ্ল্যাট থেকে ওই চিকিৎসকেরই প্রেসক্রিপশন উদ্ধার করে পুলিশ। সেখান থেকেই জানা যায়, সম্প্রতি অবসাদে ভুগছিলেন অভিনেতা, জানুয়ারি মাস থেকে চিকিৎসকের পরামর্শও নিচ্ছিলেন। তাঁকে দেওয়া হয়েছিল অবসাদ কাটানোর ওষুধ। এবার সেই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করল মুম্বই পুলিশ।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্ট জানিয়ে দিলেন, মুম্বই পুলিশই যথেষ্ট, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই-এর প্রয়োজন নেই!

  • Last Updated :
  • Share this:

#মুম্বই: মাত্র ৩৪ বছর বয়সে চলে গিয়েছেন বলিটাউনের 'কেদারনাথ' সুশান্ত সিং রাজপুত। বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতার ঝুলন্ত দেহ। আত্মহত্যা ? খুন ? নাকি অন্য কোনও চক্রান্ত ? সুশান্তের মৃত্যুর পর ১ মাসের বেশি সময় কেটে গিয়েছে, জোরকদমে তদন্ত চলছে মুম্বই পুলিশের । জিজ্ঞাসাবাদ করা হয়েছে অভিনেতার কাছের বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য, সহকর্মী, বলিউডের হেভিওয়েটদের। তবু এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট উপসংহারে আসতে পারেনি মুম্বই পুলিশ।

সুশান্তের অনুরাগীরা বহুবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দাবি রাখেন, অভিনেতার মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই অর্থাৎ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে দেওয়া হোক। সেই সুরেই কথা বলেন সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তীও! তিনি সোশ্যাল মিডিয়ায় সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্ত চেয়ে আবেদন জানান ।

এ বার মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ স্পষ্ট জানিয়ে দিলেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই-এর প্রয়োজন নেই। মুম্বই পুলিশই যথেষ্ট। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অনিল দেশমুখ জানান, ''এই মামলার নিষ্পত্তির জন্য মুম্বই পুলিশ যথেষ্ট যোগ্য। সিবিআই তদন্তের প্রয়োজন দেখছি না। মুম্বই পুলিশ দক্ষ এবং তৎপর। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তভার সিবিআই-কে দেওয়ার কোনওরকম আবেদন গ্রহণ করা হচ্ছে না।''

তিনি আরও জানান, ''বিভিন্ন জনের ট্যুইট, প্রচার, দাবি আমিও দেখেছি।কিন্তু মনে করি না সিবিআই তদন্তের প্রয়োজন আছে। মুম্বই পুলিশ এই ধরনের তদন্তে অত্যন্ত দক্ষ, সবরকম আঙিনা খতিয়ে দেখা হচ্ছে। পেশাগত শত্রুতার দিকটাও খুঁটিয়ে দেখছে পুলিশ। এখনও পর্যন্ত কোনও চক্রান্তের বিষয় সামনে আসেনি। তদন্ত সম্পূর্ণ হলে তা সবিস্তারে প্রকাশ্যে আনা হবে।''

প্রসঙ্গত বিহারের প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব, বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী, অভিনেতা রূপা গঙ্গোপাধ্যায়, শেখর সুমন-সহ বহু বিশিষ্টজন লাগাতার দাবি করেন সুশান্তের মৃত্যুর তদন্ত মুম্বই পুলিশের কাছ থেকে নিয়ে সিবিআই-কে  দেওয়া হোক।

Published by:Rukmini Mazumder
First published:

Tags: CBI, Mumbai Police, Sushant singh Rajput