#মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্য মামলায় গ্রেফতার হলেন সিদ্ধার্থ পিঠানি (Siddharth Pithani)৷ সুশান্তের সঙ্গে মুম্বইয়ে একই ফ্ল্যাটে থাকতেন সিদ্ধার্থ৷ হায়দরাবাদ থেকে তাঁকে গ্রেফতার (Arrested from Hyderabad)করে এনসিবি৷ এর আগে বহুবার সিদ্ধার্থকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ সুশান্তের মৃত্যু হয় ২০২০-র জুন মাসে৷ অভিনেতার প্রথম মৃত্যুবার্ষিকীর আগেই সুশান্ত মৃত্যু মামলায় সিদ্ধার্থ পাঠানিকে গ্রেফতার করা হল৷
উল্লেখ্য, গত সপ্তাহে এনগেজমেন্ট হয় সিদ্ধার্থের৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে আসে৷ সুশান্তের মৃত্যুর পর থেকে তাঁর বহু বন্ধুই ছিল পুলিশের নজরে৷ সকলের জবানবন্দি নেয় পুলিশ৷ এদের মধ্যে অন্যতম ছিলেন সিদ্ধার্থ পাঠানি৷ একই বাড়িতে থাকার ফলে, তিনিই প্রথম সুশান্তের ঝুলন্ত দেহ দেখতে পান এবং পুলিশ এবং হাসপাতালে খবর দেন৷
গ্রেফতারের পর তাঁকে মুম্বই আনা হয়েছে৷ ৫ মার্চ এনসিবি চার্জশিট দাখিল করে৷ যেখানে ৩৩র নাম রয়েছে, যার মধ্যে রয়েছে সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর নামও৷ ৬ মাসের তদন্তে ২০০জনের বয়ান রেকর্ড করা হয়েছে৷ এছাড়াও ড্রাগ মামলায় দীপিকা পাড়ুকোন, রকুলপ্রীত সিং, সারা আলি খানের বয়ানও রেকর্ড করা হয়েছে৷
পিঠানিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও জিজ্ঞাসাবাদ করেন গত বছর ১১ অগস্টে৷ একই সঙ্গে জিজ্ঞাসাবাদ চলে সুশান্তের বিজনেস ম্যানেজার শ্রুতি মোদি এবং তাঁর বোন মীতু সিং-এর৷ সিদ্ধার্থ পিঠানিকে মুম্বই পুলিশও জেরা করে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।